রাজধানীতে চলন্ত ট্রেনের নিচে পড়ার পর প্রাণে বাঁচল শিক্ষার্থী
রাজধানীর তেজগাঁও এলাকায় এক শিক্ষার্থী চলন্ত ট্রেনের নিচে পড়ে যাওয়ার পরও মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে।
বুধবার (২৪ মে) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছেলেটি রেলপথের দুই লাইনের মাঝখানে উপুড় হয়ে শুয়ে আছে এবং ওপর দিয়ে একটি মালগাড়ি এগিয়ে যাচ্ছে।
মালগাড়ি হওয়ায় ট্রেনটি ধীরগতিতে চলছিল এবং এটি থামার জন্যও সময় বেশি লেগেছিল।
ট্রেন থামার পর ছেলেটিকে লাইন থেকে টেনে নিরাপদে বাইরে আনা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, বিকেলে ছেলেটি তেজগাঁও স্টেশন এলাকায় রেললাইনের ওপর পড়ে যায়। বড় কোনো আঘাত ছাড়াই তাকে উদ্ধার করা হয়েছে।
'সে ডান পায়ে অল্প আঘাত পেয়েছে, স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
'ট্রেনটি তার ওপর দিয়ে পার হওয়ার সময় পাশে জড়ো হওয়া স্থানীয়রা তাকে মাথা ঠান্ডা রাখতে ও নিচু হয়ে থাকতে বলেন। ট্রেন থামার পর তারা তাকে টেনে বের করেন,' জানান এ কর্মকর্তা।