শ্যামলীতে ২০ তলা ভবনে আগুন: ১ জনের মৃতদেহ উদ্ধার
রাজধানীর শ্যামলীতে ২০ তলা একটি ভবনে লাগা আগুন রাতে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটি থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে তারা।
রাত ২টা চার মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত বিশের অধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১.২৫ মিনিটে শ্যামলী রূপায়ন শেলফোর্ড ভবনের সাততলায় আগুনের সূত্রপাত হয়।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু কর।
ভবনটিকে কমপক্ষে ৫০ জন আটকা পড়ার কথা জানা যায়। তারা সবাই ওই বাণিজ্যিক ভবনটিতে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে নাইট শিফটে কাজ করছিলেন বলে জানান তেজগাঁও অঞ্চলের ডেপুটি কমিশনার এইচ এম আজীমুল হক।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ৬৪ মিটার লম্বা মই ব্যবহার করে আটকা পড়াদের উদ্ধারে কাজ করেন।
উদ্ধারকাজে সাহায্য করতে ঘটনাস্থলে ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া মিরপুর রোডে যান চলাচল এক লেনে সীমিত করা হয় বলে জানান আজীমুল হক।