মা-নবজাতকের মৃত্যু: বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তাকে সেন্ট্রাল হাসপাতালের আইনি নোটিশ
মা ও তার নবজাতকের মৃত্যুর বিষয়ে হাসপাতালের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য ডা. সংযুক্তা সাহাকে আইনি নোটিশ পাঠিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল (২১ জুন) ডা. সংযুক্তা সাহার বাসার ঠিকানায় এ নোটিশ পাঠায় সেন্ট্রাল হসপিটাল।
হাসপাতালের পক্ষে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম।
তিনি বলেন, "গত মঙ্গলবার তিনি তার বাসায় একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে কিছু মানহানিকর বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য আমরা নোটিশ দিয়েছি।"
সাতদিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার (২০ জুন) সেন্ট্রাল হসপিটালে মা ও নবজাতকের মৃত্যুর বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন ডা. সংযুক্তা সাহা।
প্রসব বেদনা নিয়ে রাজধানীর গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে আসা মাহবুবা রহমান আঁখি (২৫) ও তার নবজাতক সন্তানের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি।
সংযুক্তা সাহা দাবি করেন, সিজারিয়ান অপারেশন বন্ধে তিনি যে সামাজিক আন্দোলন শুরু করেছেন, তার বিরুদ্ধে শত্রুতা থেকেই একটি পক্ষ এসব কাজ করছে।
গত ৯ জুন রাত ১২টার দিকে প্রসব বেদনা উঠলে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীন মাহবুবা রহমান আঁখিকে ভর্তি করা হয়। কিন্তু সে সময় ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে কাজ করছেন।
নরমাল ডেলিভারির চেষ্টার পরও তা না করানো গেলে, রাত সাড়ে তিনটার দিকে আঁখির সিজারিয়ান ডেলিভারি করা হয়। ডেলিভারির পর আইসিউতে মারা যায় নবজাতক।
এ ঘটনার পর ১০ জুন আঁখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই ১৮ জুন মারা যায় আঁখি।
এ ঘটনায় ওই সময় ওটিতে থাকা চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনার বিরুদ্ধে প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগে ১৪ জুন আঁখির পরিবার ধানমন্ডি থানায় একটি মামলা করে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর লিখিত অনুমতি না দেওয়া পর্যন্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার ওপর সেন্ট্রাল হাসপাতালে বিশেষজ্ঞ সেবা প্রদানে নিষেধাজ্ঞা দেয়।