সুপার স্পেশালাইজড হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর অধীনস্ত দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল অভ্যন্তরীণ ও অস্ত্রোপচার সেবাসহ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে বুধবার (৫ জুলাই) প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'সুপার স্পেশালাইজড হাসপাতালের বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এরই মধ্যে রোগী দেখা শুরু করেছেন। আজ থেকে শুরু হলো ইনডোর কার্যক্রম। ইতোমধ্যে কিছু সংখ্যক রোগীর অপারেশন হয়েছে এবং কিছু সংখ্যক রোগী ভর্তি আছেন।
'করোনার কারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সময়মতো না আসায় হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করতে কিছু বিলম্ব হয়েছে, তবে পর্যায়ক্রমে সবকিছুই চালু হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।'
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
২০২২ সালের ২৭ ডিসেম্বর আউটডোর সার্ভিস চালুর পর সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে সেবা নিয়েছেন ২০ হাজার রোগী। এছাড়া এমআরআই, সিটি স্ক্যান, বিএমডিসহ প্রায় ৪০ হাজার পরীক্ষা করা হয়েছে।
স্টেট অভ দ্য আর্ট এই বিশেষায়তি হাসপাতালটি বিএসএমএমইউ-এর উত্তরদিকে ৩.৪ একর জমিতে এক হাজার ৩৬৬ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে। নির্মাণখরচের এক হাজার ৪৭ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে দক্ষিণ কোরিয়া।
হাসপাতালটিতে মোট ৭৫০টি শয্যা রয়েছে। এছাড়া এখানে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ১০০ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি ও ২২টি ভিআইপি কেবিন, এবং ২৫টি ডিলাক্স কেবিন থাকবে।
এর আগে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।