টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পেছালো
ভারী বর্ষণে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) এক ঘণ্টা পিছিয়ে রোববার (২৭ আগস্ট) বেলা ১১ টায় শুরু হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। তাই মহানগরীসহ আশেপাশের ২৮টি কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়।"
এর আগে, গত ১৭ আগস্ট থেকে সারা দেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডে পরীক্ষা পেছানো হয়। পেছানো তিন বোর্ড চট্রগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরুর কথা জানানো হয়।
এইচএসসির ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে; ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর সকালে; ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা (১০৭) ৩ অক্টোবর সকালে এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্র (১০৮) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর সকালে।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের (২০২৩ সালের) এইচএসসি পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র অংশ নিচ্ছে ৪৭ হাজার ৫৩২ জন। আর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৯২৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২০ হাজার ৭৪৫ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন ও মানবিক বিভাগ থেকে ৪৬ হাজার ৭৪৬ জন এবং গার্হস্থ্য বিজ্ঞানে ৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ২৭৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে এবার।
চট্টগ্রামের পাঁচ জেলায় (চট্টগ্রাম, কঙবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) মোট ১১৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।