জোড়াতালির সমাধান: রাস্তা উঁচু করে চট্টগ্রামের জলাবদ্ধতা ঠেকানো সম্ভব?
রাস্তা উঁচু করায় যদিও বন্যা থেকে সাময়িক পরিত্রাণ মিলেছে— তবে বৃষ্টির সময় এখানকার দোকানপাট, বাসা-বাড়িগুলোর নিচতলায় এখন আগের তুলনায় পানি ঢুকছে বেশি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা।