চাহিদা অনুযায়ী হাসপাতালগুলোতে স্যালাইন পাঠানো হয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর
ডেঙ্গু চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় আইভি স্যালাইন। এই স্যালাইনের সাময়িক সংকট ছিলো। তাই জরুরিভাবে ভারত থেকে তিন লাখ প্যাকেট স্যালাইন আমদানি করা হয়েছে।
রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. হাবিবুল আহসান তালুকদার।
তিনি বলেন, "৪৪ হাজার প্যাকেট স্যালাইন হাতে পেয়েছি। এসেনসিয়াল ড্রাগস কোম্পানির (ইডিসিএল) মাধ্যমে এসব স্যালাইন চাহিদা অনুযায়ী হাসপাতালগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।"
ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, "বরিশাল মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজবাড়ি জেলা হাসপাতাল, ফরিদপুর জেলা হাসপাতাল, কুর্মিটোলা জেলা হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছি। এছাড়া অবশিষ্ট স্যালাইন প্রতিদিনই দেশে আসছে, চাহিদা অনুযায়ী সেগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি।"
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আরও বলেন, "সারাদেশের সব জেলা, উপজেলা হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলোতে একই প্রটোকল এবং গাইডলাইন অনুসরণ করে ডেঙ্গু চিকিৎসা হচ্ছে। মাঠ পর্যায়ের সব চিকিৎসককে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু চিকিৎসা এবং পেশেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেঙ্গু পরীক্ষার জন্য সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ এনএস-১ কিট মজুত রয়েছে।"
রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন নিহত হওয়ায় দেশে এ বছর ডেঙ্গু সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে ৩,০০৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ৮১২ জন ঢাকায় এবং ২,১৯৬ জন দেশের অন্যান্য স্থানের।
চলতি বছর ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।