দক্ষিণাঞ্চলের সব রুটের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঢাকা-বরিশাল ও দক্ষিণাঞ্চলের সব রুটের নৌযান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় এই নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন।
তিনি বলেন, আবহাওয়া অফিস জানিয়েছে পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত। এই সংকেতের আওতায় পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর জেলা ও তাদের অদূরবর্তী চরসমূহ এই সঙ্কেতের আওতায় থাকবে।
এই কর্মকর্তা বলেন, বরিশাল নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তবে যেহেতু বরিশাল উপকূলীয় অঞ্চল এজন্য আগাম সতর্কতা অনুসারে নিরাপত্তার জন্য লঞ্চ, নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বরিশাল নদী বন্দর ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ পন্টুনে নোঙর করে রাখা হয়েছে। চলাচল বন্ধ রেখেছে বরিশাল, মেহেন্দিগঞ্জ, লাহারহাট, ভোলাসহ অভ্যন্তরীণ রুটের স্পিডবোট চলাচল। তবে খেয়া পারাপার বন্ধে এখনো নির্দেশনা দেওয়া হয়নি।
আবহাওয়া অফিসের ১০ নম্বর বুলেটিন অনুসারে বর্তমানে ঘূর্ণিঝড় 'হামুন' পায়রা সমুদ্র বন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরে রয়েছে।
এদিকে 'হামুন' মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ প্রতিরোধে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।