জাতীয় সংসদ নির্বাচন: দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে এগিয়ে স্বতন্ত্ররা
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪টি আসনে বিজয়ী প্রার্থীর পর সর্বোচ্চ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্য দিয়ে নির্বাচনের ইতিহাসে নতুন এক নজির গড়ল তারা।
এবারের নির্বাচনে মোট ২৮টি দল অংশগ্রহণ করেছিল। তবে স্বতন্ত্র প্রার্থীদের কাছে আওয়ামী লীগ ছাড়া অন্য ২৭ টি দলের প্রার্থীদের অর্জন কিছুই না বলা চলে।
নির্বাচনে সর্বোচ্চ ২২২টি আসনে জিতেছে আওয়ামী লীগ। এর পরই রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তারা ৬২টি আসনে জিতে নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ১১টি আসনে জিতে তৃতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি (জাপা)।
বাংলাদেশ কল্যাণ পার্টি জিতেছে একটি আসনে। জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও একটি করে আসন পেয়েছে।
নির্বাচনে মোট ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ১৫৪ জনের জয়ী প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ফলাফলে দেখা যায়, জয়ী প্রার্থীদের সাথে তাদের ভোটের ব্যবধানও খুব অল্প।
নির্বাচনে জাতীয় পার্টি ২৬৫টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে ২৬টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। এর পরও মাত্র ৬৮ টি আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে জাপার প্রার্থী ।
এদিকে নির্বাচনে সামগ্রিকভাবে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও ৩৮ টি আসনে দলটির প্রার্থীরা বিজয়ী প্রার্থীর পরে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে।
বাকি ২৬টি দলকে ছোট দল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই দলগুলো থেকে মোট প্রার্থী হয়েছিল এক হাজার দুই জন। তাদের মধ্যে জিতেছে মাত্র তিন জন। ১২টি দলের প্রধান তাদের জামানত পর্যন্ত হারিয়েছেন। এছাড়াও এই ২৬টি দলের মধ্যে ১৭টি দলের প্রার্থীরা ৩৮টি আসনে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চারটি আসনে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সদ্য নিবন্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে প্রার্থী হয়েছিল ৫৬ জন। এ দলটিও চারটি আসনে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
জাকের পার্টি জানিয়েছে, তিনটি আসনে তাদের প্রার্থীরা দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে।
নতুন নিবন্ধিত তৃণমূল বিএনপি একটি আসনও পায়নি। ১৩৫টি আসনে নির্বাচন করে মাত্র দুটি আসনে দ্বিতীয় স্থান অর্জন করেছে দলটি।
একইভাবে দুটি আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থীরাও দ্বিতীয় স্থান অর্জনের দাবি করেছে।
ন্যাশনাল পিপলস পার্টি ১২২টি আসনে প্রার্থী দিয়েছিল। দলটি মাত্র একটি আসনে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ আসনে দলটির প্রার্থী ভোট পেয়েছে মাত্র ছয় হাজার ৫৮৬টি, যেখানে বিজয়ী প্রার্থীর ভোট দুই লাখ ২০ হাজার ৬৬৭টি।