এক সপ্তাহে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
গত সপ্তাহে সারাদেশে হিটস্ট্রোকে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এরমধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় এসব তথ্য জানানো হয়।
গত ২২ এপ্রিল থেকে সারাদেশের হাসপাতালগুলোয় হিটস্ট্রোকের রোগীর তথ্য সংগ্রহ করা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
অনানুষ্ঠানিকভাবে, রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত হিটস্ট্রোকে দেশব্যাপী ৩৫ জনের মৃত্যুর খবর জানা যায়।
উচ্চ তাপমাত্রার কারণে গত ১৯ এপ্রিল আবহাওয়া অধিদপ্তর বছরের প্রথম তাপ সতর্কতা জারি করে। পরবর্তীতে আরও তিন দফা বাড়িয়ে গত ২৮ এপ্রিল জারি করা হয় সর্বশেষ তাপপ্রবাহ সতর্কতা।
এর আগে, গতকাল চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।