গাজীপুরে তীব্র তাপদাহে বেঁকে গেল রেললাইন, ১ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত
গাজীপুরের পূবাইলে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রেললাইন বেঁকে গিয়ে ঢাকা-চট্টগ্রাম রেল রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বাঁকা রেললাইন মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়।
এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন আড়িখোলা স্টেশনে যাত্রা বিরতি করে।
গাজীপুরের পূবাইল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রচণ্ড তাপদাহের কারণে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল রুটের গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় রেললাইন বেঁকে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেল কর্মীরা কর্তৃপক্ষকে জানায়। এরপর ঝুঁকিপূর্ণ বিবেচনায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা স্টেশনে যাত্রা বিরতিতে থাকে। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামতের পরে দুপুর ১টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশনের স্টেশনমাস্টার রাকিবুর রহমান জানান, গরমে রেললাইন বেঁকে যাওয়ায় ঢাকা-চট্রগ্রাম রেলরুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেললাইন মেরামতের পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।