‘কিরগিজস্তানকে উদ্বেগ জানিয়েছি, বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার।
আজ রবিবার (১৯ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।'
তিনি বলেন, 'উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।'
দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। শিক্ষার্থীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি নম্বরও দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।'
উল্লেখ্য, গত ১৩ মে বিশকেকে কিরগিজ ও মিশরীয় শিক্ষার্থীদের মধ্যে গণ্ডগোল হয়। সেই ঘটনার ভিডিও শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতা বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।