কিরগিজস্তানে ভালো আছেন বাংলাদেশি শিক্ষার্থীরা: পররাষ্ট্রমন্ত্রী
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এখন পর্যন্ত সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের গুরুতর আহত বা হতাহতের কোনো খবর নেই।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'পাশের দেশ উজবেকিস্তানের তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বিশকেকে যেতে বলা হয়েছে। তিনি সেখানে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাসে যাবেন এবং কিরগিজ পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।'
দেশে ফেরার জন্য এক শিক্ষার্থীর দেওয়া খোলা চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা এ ধরনের কোনো চিঠি পাননি।
গত শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলগুলোতে হামলা চালিয়ে আসছে উচ্ছৃঙ্খল জনতা।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত ১৩ মে বিশকেকে কিরগিজ শিক্ষার্থীদের সঙ্গে মিশরীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের মধ্যে গণ্ডগোল হয়। সেই ঘটনার ভিডিও শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতা বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
এদিকে গত শুক্রবার রাতে কিরগিজ শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত বিদেশি শিক্ষার্থীদের প্রতি 'সহানুভূতি' দেখানোর অভিযোগ করেন।
পুলিশ গত ১৩ মে হামলার ঘটনায় তিন বিদেশি শিক্ষার্থীকে আটক করেছে।