এনটিআরসিএর গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান পঁয়ত্রিশোর্ধ্ব নিবন্ধনধারীরা
১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরীক্ষা ২০২০-এ উত্তীর্ণ হওয়া বয়স ৩৫ বছরের বেশি বয়সি চাকরিপ্রত্যাশীরা এনটিআরসিএর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাওয়ার জন্য দাবি জানিয়েছেন।
নিয়ম অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি-লেভেল পদে শূন্য পদে আবেদনের জন্য নিবন্ধিত ব্যক্তিদের বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে।
বুধবার (২২ মে) শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২-০২০-এ উত্তীর্ণ হয়েও এখনও নিয়োগ না পাওয়া ৭৩৯ জন চাকরিপ্রার্থীর মধ্যে ৫০ জন জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন।
তারা বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হয় ২০২০ সালের ২৩ জানুয়ারি। কিন্তু করোনা পরিস্থিতি ও এনটিআরসিএর 'গড়িমসির' কারণে এ পরীক্ষার কার্যক্রম শেষ করতে চার বছরের বেশি সময় চলে গেছে। সর্বশেষ গত বছরের ২৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল হয়।
চলতি বছরের ৩১ মার্চ ৫ম গণনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদের বিপরীতে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ১৭ এপ্রিল আবেদন শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলে। এতে ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছেন। বয়স ৩৫-এর বেশি হওয়ায় ১৭তম নিবন্ধনে পাশকরা ৭৩৯ জন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি।
কর্মসূচি থেকে গণবিজ্ঞপ্তিতে আবদনের সময়সীমা বৃদ্ধি করে চাকরিপ্রত্যাশীরা তাদেরকে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান।
চাকরিপ্রত্যাশী মাসুদ পারভেজ বলেন, '১৭তম শিক্ষক নিবন্ধনধারী ৭৩৯ জন একটি বিজ্ঞপ্তিতেও আবেদনের সুযোগ পাচ্ছেন না। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর মাধ্যমে সার্টিফিকেট এবং মেধার অবমূল্যায়নও করা হচ্ছে।'
২৫ দিন আগে ৩৫ বছর পূর্ণ হওয়া চাকরিপ্রত্যাশী আব্দুল বারিক হতাশা প্রকাশ করে বলেন, '২৫ দিনের জন্য আমি ৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি। নামেমাত্র যে সনদ দেওয়া হয়েছে, চাকরি না পেলে এ সনদ দিয়ে কী করব?'