বিক্ষোভের মুখে বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিনের পদত্যাগ
কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে।
কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ আগস্ট প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়ে কমিশনের নানা অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরেন। কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবিতে ১৮ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বিইআরসির প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেন তারা।
গত বছরের ২২ মার্চ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন নুরুল আমিন।