হামলা করে অর্থ-সম্পদ লুট: বোরহানউদ্দিনে সক্রিয় নতুন দুর্বৃত্তচক্র
রাত প্রায় পৌনে ১১টা। বাজারের দোকান বন্ধ করে বাড়ির পথ ধরেছেন আল-আমিন। বড় পুকুরপাড় এলাকায় দুলাল ডাক্তারের বাড়ির কাছে পৌঁছানোর পরপরই হামলে পড়ল তারা। তিন মুখোশধারী। পেছন থেকে মাথায় লোহার রডের প্রচণ্ড আঘাতে মাটিতে পড়ে গেলেন আল-আমিন। ততক্ষণে প্রায় তিন লাখের বেশি টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন বাজারের মুদি ব্যবসায়ী আল-আমিন (৩৮) এভাবেই ছিনতাইয়ের শিকার হন। তিনি উপজেলার টবগী ইউনিয়নের মনির আহমেদের ছেলে।
শুধু আল-আমিন নন, বোরহানউদ্দিন উপজেলায় ব্যবসায়ীদের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে এই দুর্বৃত্তদের দৌরাত্ম্য। লঞ্চঘাট বা বাড়ি ফেরার পথে ব্যবসায়ীদের ওপর তারা হামলা করে লুটে নিচ্ছে অর্থ-সম্পদ। এসব ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
আল-আমিন বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 'মুখোশপরা তিনজন পেছন থেকে আঘাত করে। আমার কাছে থাকা টাকার ব্যাগ ও মোবাইল দুটো ছিনিয়ে নেয়।'
স্থানীয় ব্যবসায়ী দুলাল ডাক্তার বলেন, 'রাত ১১টার দিকে আমার বাড়ির সামনে চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি আল-আমিনের মাথা থেকে রক্ত ঝরছে। তার পরিবারকে খবর দিলে তারা এসে তাকে দ্রুত বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যান।'
আল-আমিনের বাবা মনির আহমেদ বলেন, 'আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। আমাদের পরিবারও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। আল-আমিন দীর্ঘদিন ধরে হাকিমউদ্দিন বাজারে ব্যবসা করছে।
'তার দোকানের পাশাপাশি বিকাশ, নগদ এবং রকেটের ব্যবসা রয়েছে। প্রতিদিন বড় অঙ্কের লেনদেন হয়। ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিল সে।'
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, দুদিন আগে হাকিমউদ্দিন লঞ্চ টার্মিনালের কাছে লঞ্চ থেকে নামার সময় এক যাত্রীকে আক্রমণ করে চার-পাঁচজন দুর্বৃত্ত। তারা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে অবশ্য ওই টাকা উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে একই রাতে টবগী ইউনিয়নের কৃষক মোরশেদের একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী হেলাল বলেন, 'এভাবে একের পর এক ঘটনা ঘটছে। আমরা ব্যবসায়ীরা আতঙ্কে আছি। রাতে বাড়ি ফেরা এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।'
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, 'আল-আমিনের ওপর হামলার ঘটনায় বুধবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'