সিলেটে বিপণিবিতানের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল, ‘চাচা হাসু আপা কোথায়?’
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/382895.jpeg)
এবার সিলেটের গোলাপগঞ্জের একটি বিপণিবিতানের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল, 'চাচা হাসু আপা কোথায়?' -লেখা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ''চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?'
এই ঘটনার ভিডিওচিত্র ওই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, 'বিষয়টি আমি শুনেছি। কে বা কারা এই কাজ করেছেন তা আমার জানা নেই।'
তবে ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক হয়েছে জানিয়ে নিরাময় ডেন্টাল কেয়ারের পরিচালক (টেকনিক্যাল) মারজান সিদ্দিকী বৃহস্পতিবার বিকেলে বলেন, 'ডিজিটাল সাইনবোর্ডটি কে বা কারা হ্যাক করে এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।'
প্রসঙ্গত, এর আগে গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে' লেখা ভেসে ওঠে।
এর আগে, গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখে সকাল ৯টার দিকে ঢাকা কমলাপুর রেলস্টেশনের যাত্রী প্রস্থানের গেটের উপরে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখাটি ভেসে ওঠে।