মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না: খেলাফত আমির
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/img-20250211-wa0044.jpg)
অন্তর্বর্তী সরকারের 'বিতর্কিত' উপদেষ্টাদের মাত্রাতিরিক্ত 'সুশীলগিরি' না দেখাতে বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, "মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝাতে আসবেন না।
মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না । আমরা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি।"
এছাড়াও প্রকাশ্যে চ্যালেঞ্জ ঘোষণা করে তিনি বলেন, "যদি আমাদেরকে করুণার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবেলা করেন। আমাদের মোকাবেলা করা এতো সহজ হবে না।"
উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের সমালোচনা করে সমাবেশে কেন্দ্রীয়, রাজশাহী বিভাগীয়, মহানগর ও জেলা পর্যায়ের খেলাফত মজলিসের নেতারাও বক্তব্য রাখেন।
গত ১০ ফেব্রুয়ারি একটি ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ জনতার সহিংসতা বন্ধ করার আহ্বান জানান।
উপদেষ্টা তার পোস্টে কোন ঘটনার উল্লেখ করছেন তা উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি সহিংসতা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
হাসিনা-তসলিমা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন
তসলিমা নাসরিন ও শেখ হাসিনার গোড়াপত্তন একই জায়গায় মন্তব্য করে তিনি বলেন, "শেখ হাসিনা ও তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ দেশের দোসরা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করলে সেটি রুখে দেয়া হবে।"
তিনি আরো বলেন, "৭১ এর চিন্তা ছিল মুক্তির চেতনা, আর ৭২ এর চেতনা ছিল গোলামির চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূলনীতি ছিল বিভাজন, ধ্বংসাত্মক ও গোলামি।"
আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, "বাংলাদেশের আবারো রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে, মাফ চেয়ে রাজনীতি করতে হবে।"
জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছেও বলেও দাবি করেন তিনি। তিনি জানান, "বুকের রক্ত ঢেলে এ অপচেষ্টার প্রতিবাদ করা হবে। ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে প্রতিবাদ করবে।"
দেশ বিরোধীদের মোকাবেলা করতে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি।