বিএনপির ৮৪৮ নেতা-কর্মী হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/01/31/bnp_logo-ezgif.com-webp-to-jpg-converter_1.jpg)
জুলাই-আগস্ট মাসে আন্দোলন চলাকালে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের ৮৪৮ জন নেতা-কর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ অভিযোগ দাখিল করেছে দলটি।
বৃহস্পতিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।
বিএনপির অভিযোগে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫২৪ জন দলটির নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সদস্য, বাকিরা তাদের আত্মীয়-স্বজন। দলটি দাবি করেছে, গত জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতাকর্মী, সমর্থক ও অন্যান্য আন্দোলনকারীদের নির্বিচারে গুলি, নির্যাতন ও ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে মামলার এজাহারের কপিও প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি বিএনপি ২০০৮ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত দলটির ২,২৭৬ জন নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যার এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক আবেদন দাখিল করেছিল। সেই অভিযোগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।