২ সপ্তাহ বাড়ানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বলেন, 'কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান আরও কয়েকদিন বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।'
এর আগে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার করোনায় আরও ৩১ জনের মৃত্যুর এবং ১৩ হাজার ১৫৪টি নতুন শনাক্তের খবর দেয় স্বাস্থ্য বিভাগ। এ সময় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।
মঙ্গলবারের ৩১ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ২৮ হাজার ৪২৫ জন এবং দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।