ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।
বগুড়াগামী হানিফ পরিবহনের চালক আফাজ মিয়া বলেন, "সকাল ৭টা থেকে দেড় ঘণ্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও ভাবলা এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।"
রাজশাহীগামী রোকসানা বেগম বলেন, "তিনদিনের ছুটিতে বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আটকা পড়েছি। এতে আমার আর আমার ছেলের খুব কষ্ট হচ্ছে।"
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, "রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি সরাতে সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত এসেছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।" বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।