আজ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ
নির্বাচন কমিশন (ইসি) আজ সংলাপে বসবে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সাথে। এই উদ্দেশ্যে ইলেকট্রনিক মিডিয়ার ৩৮ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেশতৃত্বাধীন কমিশন।
আজ সোমবার সকাল ১১টায় শুরু হবে চতুর্থবারের মতো হতে যাওয়া এই সংলাপ।
ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান আরজু এ প্রসঙ্গে গতকাল টিবিএসকে জানান, "সোমবার ইসি ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপে বসবে। এবার আমরা ৩৮ জন আমন্ত্রণ জানিয়েছি।"
এর আগেও শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে তিনটি সংলাপ করেছে ইসি। তবে সেসসব সংলাপে উপস্থিতি ছিল খুবই কম।
গত ১৩ মার্চ প্রথম সংলাপে শিক্ষকসমাজের ৩০ জনকে সংলাপে বসার আমন্ত্রণ জানালেও প্রথম দিনের সংলাপে মাত্র ১৩ জন উপস্থিত হন।
এরপর ২২ মার্চ সুশীলসমাজের ৩৯ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও অংশগ্রহণ করেন মাত্র ১৯ জন।
সর্বশেষ গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার ৩৩ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সংলাপের আমন্ত্রণ জানানো হয়, এরমধ্যে উপস্থিত হন ২৩ জন।
"আশা করি সোমবারের সংলাপে আমন্ত্রিতদের বেশিরভাগই উপস্থিত হবে", বলেন আসাদুজ্জামান আরজু।
বর্তমান কমিশন ২৮ ফেব্রুয়ারি ইসিতে যোগদান করেন। তার আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির বাকি চার সদস্য- বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান, মোঃ আলমগীর এবং আনিছুর রহমান শপথ নেন।