মোশতাক কাণ্ডে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি রহমত উল্লাহকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
মুজিবনগর দিবসের আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনি ও বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত খন্দকার মোশতাক আহমেদকে শ্রদ্ধা জানানোর ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহকে সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সদস্য ইতিহাস বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার তদন্তে উপ উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠিন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।