অভিনয়ে ফেরার কথা ‘ভাবতেই পারছেন না’ ক্যামেরন ডিয়াজ
সাত বছরেরও বেশিকাল ধরে বড়পর্দায় হাজিরা নেই হলিউড তারকা ক্যামেরন ডিয়াজের। এমনকি ফেরার কোনো তাড়াও নেই তার।
যুক্তরাষ্ট্রের রেডিও শো 'কোয়ারেন্টাইনড উইথ ব্রুস'-এ দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী এই তারকা জানান, মা হওয়ার পর তার কাছে জীবনে অগ্রাধিকারের বিষয়টি বদলে গেছে।
'আবারও কি সিনেমায় ফিরতে পারব? সে চেষ্টা করছি না ঠিকই, কিন্তু করে দেখব একটু? জানি না! এ ব্যাপারে কোনো ধারণাই নেই আমার', বলেন তিনি।
তবে একইসঙ্গে জোর দিয়ে বলেন, 'মা হিসেবে আমার এখন যে অবস্থা, আমার সন্তানের বয়স এখনও এক বছরের মধ্যে, তাতে কোনো সিনেমায় অভিনয় করা মানে ওর জীবন থেকে ১৪-১৬ ঘণ্টা নিজেকে সরিয়ে রাখা- এসব আমি ভাবতেও পারছি না।'
এই 'দ্য হলিডে' তারকার মেয়ে র্যাডিক্সের বয়স এখন ১ বছর। রক ব্যান্ড গুড শার্লটের লিড গায়ক বেঞ্জি ম্যাডেনের সঙ্গে তার সংসার।
রুপালি পর্দায় ২০ বছরেরও দীর্ঘ ক্যারিয়ার কাটিয়ে, "দেয়ার'স সামথিং অ্যাবাউট ম্যারি", "চার্লি'স অ্যাঞ্জেলস" ও 'দ্য মাস্ক'-এর মতো চলচ্চিত্র উপহার দিয়ে, ২০১৪ সালে অভিনয়কে বিদায় জানান ডিয়াজ।
- সূত্র: দ্য ন্যাশনাল