এবার নেটফ্লিক্সের ‘দ্য ৩৯ স্টেপস’-এ বেনেডিক্ট কাম্বারব্যাচ
হলিউডের হেভিওয়েট তারকাদের মধ্যে অন্যতম বেনেডিক্ট কাম্বারব্যাচ। 'শার্লক হোমস', 'ড. স্ট্রেঞ্জ' প্রভৃতি চরিত্রে তার জবরদস্ত পারফরম্যান্সের দরুণ দর্শকের ভালোবাসা পাশাপাশি কুড়িয়েছেন ছবি সমালোচকদেরও তারিফ। এবার নেটফ্লিক্সের একটি সিরিজে মুখ্যভূমিকায় তাকে দেখা যাবে।
জানা গেছে, এটি নেটফ্লিক্সের একটি লিমিটেড সিরিজ হতে চলেছে। নাম, 'দ্য ৩৯ স্টেপস'। ছয় ঘণ্টা বা তার একটু বেশি সময় জুড়ে থাকবে সিরিজটির মোট সময়সীমা। বলাই বাহুল্য, কয়েকটি এপিসোডে সম্পূর্ণ সিরিজটি দেখতে পাবেন দর্শক।
উল্লেখ্য, সাহিত্যিক জন বুকানের 'দ্য ৩৯ স্টেপস' উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি। এডওয়ার্ড বার্জার পরিচালিত এই সিরিজের জন্য চিত্রনাট্য লিখছেন মার্ক এল স্মিথ।
এই নিয়ে পরিচালক বার্জারের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন বেনেডিক্ট। এর আগে ২০১৮ সালে 'প্যাট্রিক মেলরোজ' নামের একটি মিনি সিরিজে বার্জারের সঙ্গে কাজ করেছেন এই বিখ্যাত হলিউড অভিনেতা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই ইউরোপের একাধিক জায়গায় শুটিং শুরু হবে এই সিরিজের।
আরও জানা গেছে, শুধু অভিনেতাই নয় বরং এই অ্যাকশন প্যাকড থ্রিলারের অন্যতম প্রযোজক হিসেবে নিজের ভূমিকা পালন করবেন বেনেডিক্ট। তাকে যোগ্য সংগত করবে অ্যাডাম অকল্যান্ড।