করোনাভাইরাসে ‘কিল বিল’ ও ‘দ্য স্ট্রিট ফাইটার’ তারকা সনি চিবার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন 'কিল বিল'সহ শতাধিক চলচ্চিত্রে নিজের মার্শাল আর্ট দক্ষতা দেখানো জাপানি তারকা অভিনেতা সনি চিবা। তার বয়স হয়েছিল ৮২ বছর।
নিজ দেশে শিনিচি চিবা নামে অধিক পরিচিত এই অভিনেতা বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় টোকিওর কাছাকাছি এক হাসপাতালে মারা যান। এ মাসের ৮ তারিখ থেকে সেখানে কোভিড-১৯-এর চিকিৎসা চলছিল তার।
আজ (শুক্রবার) তার ম্যানেজমেন্ট অফিস থেকে এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। আরও জানানো হয়, এই তারকা করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি।
তারকা হিসেবে জাপানে চিবার উত্থান ১৯৬০-এর দশকে। বিভিন্ন চলচ্চিত্রে সামুরাই, যোদ্ধা, গোয়েন্দা পুলিশ ও তথাকথিত 'খলনায়ক' চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি।
১৯৭০-এর দশকের জাপানি সিনেমা 'দ্য স্ট্রিট ফাইটার'-এ অভিনয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যে জনপ্রিয়তা পান চিবা। চলতি শতকের শুরুতে প্রখ্যাত আমেরিকান চলচ্চিত্রকার কুয়েন্টিন ট্যারান্টিনোর 'কিল বিল' চলচ্চিত্রে মাস্টার সোর্ডস্মিথ হাত্তোরি হাঞ্জোর চরিত্রে দেখা মেলে তার।
জাপানের ফুকুওকায় ১৯৩৯ সালের ২২ জানুয়ারি জন্ম নেওয়া চিবা পড়াশোনা করেন নিপ্পোন স্পোর্ট সায়েন্স ইউনিভার্সিটিতে। বিভিন্ন ধরনের মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেন তিনি। এরমধ্যে কারাতে'তে অর্জন করেন একটি ফোর্থ-ডিগ্রি ব্ল্যাক বেল্ট।
মার্শাল আর্টসে দক্ষ তরুণ প্রজন্মের অভিনেতাদের গড়ে তুলতে ১৯৮০ সালে তিনি 'জাপান অ্যাকশন ক্লাব' প্রতিষ্ঠা করেন।
মৃত্যুকালে তিনি তিন সন্তান জুরি মানাসে, মাকেনিয়ু আরাতা ও গর্ডন মায়েদা'কে রেখে গেছেন। তারা প্রত্যেকেই অভিনেতা-অভিনেত্রী।
-
সূত্র: এপি