করোনায় নিজ গৃহে শিশু নিপীড়ন নিয়ে উদ্বেগ জোলির
হলিউড তারকা ও আন্দোলনকর্মী অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছেন, কোয়ারেন্টিনে তার নিজের ছয় সন্তানের প্রত্যেকেই ভালো আছে। তবে যার যার বাসায় অন্য শিশুরা কতটা নিরাপদ সময় কাটাচ্ছে, তা নিয়ে তিনি উৎকণ্ঠিত।
জোলির বড় ছেলে, ১৯ বছর বয়সী ম্যাডক্সের এ সময়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটিতে ক্লাস করার কথা। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তাকে বাসায় থেকেই অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে। জোলি বলেন, 'আমার ধারণা, সন্ধ্যা ৬টা থেকে ক্লাস শুরু করে সে।'
ম্যাডোক্স ছাড়াও ১৬ বছরের প্যাক্স, ১৫ বছরের জাহারা, ১৪ বছরের শিলো এবং ১১ বছরের জমজ ভিভিয়েন ও নক্সের মা জোলি। সন্তানরা তার সঙ্গেই যুক্তরাষ্ট্রের হলিউডে রয়েছে।
'আমরা ভাগ্যবান। একে অন্যের কাজে হাত লাগাই,' বলেন ৪৫ বছর বয়সী জোলি।
তবে এ সময়ে দুনিয়ার নানা প্রান্তের শিশুরা কে কেমন আছে, এ নিয়ে বেশ দুশ্চিন্তা হয় বলে জানিয়েছেন তিনি।
জোলি বলেন, 'শিশুরা বাসায় কেমন থাকে, সেটা ক্লাসে গেলে অনেক সময়ই শিক্ষকদের নজরে পড়ে। সে অনুযায়ী তারা রিপোর্ট করতে পারেন। কিন্তু এ সময়ে শিক্ষকদের পক্ষে শিশুদের সেই খেয়াল রাখা সম্ভব নয়। তাই পারিবারিক সহিংসতা ভাবনার একটা বড় বিষয়।'
- সূত্র: নিউইয়র্ক পোস্ট