করোনায় মরতে বসেছিলেন সালমা হায়েক
মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী সালমা হায়েক জানিয়েছেন, মহামারির শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি প্রায় মরতে বসেছিলেন। এতদিন পর এ নিয়ে মুখ খুললেন 'ফ্রিদা' তারকা।
ভ্যারাইটি ম্যাগাজিনকে তিনি জানান, শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তার চিকিৎসক তাকে 'মিনতি' করেছিলেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। কিন্তু হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ থাকায় তিনি রাজি হননি।
সালমা বলেন, 'ডাক্তারকে বলে দিয়েছিলাম, আমি বরং বাড়িতেই মরতে চাই।'
৫৪ বছর বয়সী এই অভিনেত্রী জানান, লন্ডনে নিজের বাসায় এক রুমে প্রায় ৭ সপ্তাহ আইসোলেশনে ছিলেন তিনি। ওই বাসার বাকি দুই বাসিন্দা তার স্বামী ও কিশোরী কন্যা।
এক পর্যায়ে অক্সিজেন প্রয়োজন পড়েছিল তার। সেই ভয়াবহ অভিজ্ঞতার ধকল এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি।
আইসোলেশনের স্মৃতিচারণায় এই হলিউড তারকা বলেন, 'এক পর্যায়ে জুম ব্যবহার শুরু করেছিলাম। কিন্তু বেশিদিন নয়; কেননা, সেটিও ভালো লাগছিল না আর।'
আসন্ন চলচ্চিত্র 'হাউস অব গুচি'র শুটিংয়ের মাধ্যমে কাজে ফেরা সালমা জানান, নিজেকে ফিরে পাওয়ার জন্য অভিনয়ই তার কাছে যথাযোগ্য পথ্য।
-
সূত্র: স্কাই নিউজ