করোনা থেকে সেরে উঠেই মিস ইউনিভার্সের মঞ্চে: কেমন ছিল ভারতীয় সুন্দরীর লড়াই?
৬৯তম মিস ইউনিভার্স সেরার দৌড়ে ভারত থেকে অংশগ্রহণ করেছিলেন অ্যাডলিনে কোয়াড্রোস ক্যাসটেলিনো। বছর ২২-এর এই মডেল সেরা দশে জায়গা করে নিয়েছিলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার চতুর্থ স্থান দখল করেন তিনি।
যদিও এই মঞ্চে পৌঁছানোর আগে কঠিন একটা লড়াই ছিল তার সামনে। দেশ ছাড়ার দিন সাতেক আগেই করোনাভাইরাস থেকে সেরে উঠেছিলেন তিনি।
ফ্লোরিডা থেকে ডাক আসার ঠিক আগেই করোনা থাবা বসায় অ্যাডলিনের শরীরে। আক্রান্ত হন তিনি। তবে ময়দানের লড়াই জারি রেখেছিলেন। শরীর দুর্বল ছিল, কিন্তু মন ছিল শক্ত।
দুর্বলতা কাটেনি; তবে অ্যাডলিনে জানিয়েছেন, 'যখন দেশ ছাড়ি তখন আমার দেশের ভয়াবহ অবস্থা। একটা জিনিস বারবার মনের মধ্যে চলছিল। মনে হচ্ছিল এই দুঃসময়ে যদি নিজের কাজের মধ্যে দিয়ে কোনোভাবে দেশের নাম উজ্জ্বল করতে পারি।'
তার কথায়, সেখানে পৌঁছানোর পর, সকলকে তার দেশের জন্য সমবেদনা ও দুঃখ প্রকাশ করতে দেখেন। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে ভারত বিশ্বসেরার মঞ্চে লড়াই করতে পারে, সেটা প্রমাণ করাই তার মূল উদ্দেশ্য ছিল বলে জানান।
জিততে পারেননি মুকুট, তবে সকলের মন জয় করে নিয়েছেন অ্যাডলিন। লিভা মিস ডিভা ইউনিভার্স ২০২০ তিনি। কুয়েতের বাসিন্দা। ভারতে এসেছিলেন আর্থিকভাবে স্বাধীন হতে। তার বাবা-মা ম্যাঙ্গালোরিয়ান ক্যাথলিক। ভারতে কর্ণাটকের বাসিন্দা তারা।
মডেলিংয়ের পাশাপাশি মিউজিক প্রডিউসার ও সমাজকর্মী হিসেবে কাজ করেন ব্যবসায় স্নাতক এই তরুণী।