সবচেয়ে বেশি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন যে আটটি দেশের নারীরা
বিশ্বের বিভিন্ন দেশ থেকে উঠে আসা যেকোনো জাতি-ধর্ম-বর্ণের নারীদের নারীত্বকে উদযাপন করতে এবং নারী ক্ষমতায়নকে আরও শক্তিশালী করতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯৫২ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতা একটি গ্লোবাল ইভেন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেখানে নারীরা বিভিন্ন অভিজ্ঞতা লাভের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারেন এবং আত্মবিশ্বাস অর্জন করে ক্যারিয়ারে সফলতার সুযোগ তৈরি করে নিতে পারেন।
১৯৫৫ সালে প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতা টেলিভিশনে সম্প্রচার করা হয়। অন্যদিকে, ২০১৭ সালে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এ প্রতিযোগিতাটি দেখেছেন ৫.২১ মিলিয়ন দর্শক।
অবশ্যই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এতগুলো ধাপ পেরিয়ে আসেন প্রতিযোগীরা সেই বিজয়ীর মুকুট অর্জনের জন্যই। তবে সবাই তো আর বিজয়ী হতে পারেন না, সেরার মুকুট যায় শুধু একজনের মাথায়। প্রতিযোগিতার শুরুতেও বিশ্বের অনেকগুলো দেশ থেকে প্রতিযোগীরা মিস ইউনিভার্সে এসে জড়ো হন এবং বিজয়ী হন শুধু একটি দেশের প্রতিযোগী।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কখনোই বিজয়ী হয়নি এমন বহু দেশ আছে। আবার বিপরীতে এমন কয়েকটি দেশ রয়েছে যারা প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশিবার বিজয়ী হয়ে রেকর্ড গড়েছে।
যুক্তরাষ্ট্র
এই তালিকায় প্রথমেই আসে যুক্তরাষ্ট্রের নাম। বিশ্বকে সবচেয়ে বেশি মিস ইউনিভার্স উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র, তাদের রয়েছে নয়জন মিস ইউনিভার্স। তারা হলেন:
১৯৫৪: মিরিয়াম স্টিভেনসন
১৯৫৬: ক্যারল মরিস
১৯৬০: লিন্ডা বেমেন্ট
১৯৬৭: সিলভিয়া লুইস হিচকক
১৯৮০: শন ওয়েদারলি
১৯৯৫: চেলসি স্মিথ
১৯৯৭: ব্রুক লি
২০১২: অলিভিয়া কালপো
২০২২: আর'বনি গ্যাব্রিয়েল
ভেনেজুয়েলা
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা মিস ইউনিভার্স প্রতিযোগিতা আলোকিত করেছে অনেকবার। এযাবত সাতজন মিস ইউনিভার্স সুন্দরী আত্মপ্রকাশ করেছে এই দেশটি থেকে। তারা হলেন:
১৯৭৯: মারিতজা সায়ালেরো
১৯৮১: আইরিন সায়েজ
১৯৮৬: বারবারা পালাসিওজ
১৯৯৬: এলিসিয়া মাচাদো
২০০৮: ডায়ানা মেনদোজা
২০০৯: গ্যাব্রিয়েলা ইজলার
পুয়ের্তো রিকো
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বেশ দাপটের সাথেই এগিয়ে আছে পুয়ের্তো রিকো। তাদের রয়েছে পাঁচজন মিস ইউনিভার্স বিজয়ী। এরা হলেন:
১৯৭০: ম্যারিসল মালারেট
১৯৮৫: ডেবোরাহ কার্থি-ডিউ
১৯৯৩: ডায়ানারা টরেস
২০০১: ডেনিস এম. কুইনোনিস
২০০৬: জুলেইকা রিভেরা
ফিলিপাইন
ফিলিপাইনের রয়েছে চারজন মিস ইউনিভার্স বিজয়ী। তারা হলেন:
১৯৬৯: গ্লোরিয়া দিয়াজ
১৯৭৩: মার্গারিটা মোরান
২০১৫: পিয়া ওয়ার্টবাখ
২০১৮: ক্যাট্রিওনা গ্রে
সুইডেন
এযাবতকালে সুইডেন থেকে মিস ইউনিভার্স জিতেছেন তিনজন নারী। তারা হলেন:
১৯৫৫: হিলেভি রোমবিন
১৯৬৬: মার্গারেটা আরভিডসন
১৯৮৪: ইভন রাইডিং
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকারও রয়েছে তিনজন মিস ইউনিভার্স:
১৯৭৮: মার্গারেট গার্ডিনার
২০১৭: ডেমি-লেই নেল-পিটারস
২০১৯: জজিবিনি তুনজি
মেক্সিকো
সুইডেন এবং দক্ষিণ আফ্রিকার মতোই মেক্সিকোরও রয়েছে তিনজন মিস ইউনিভার্স:
১৯৯১: লুপিতা জোনস
২০১০: জিমেনা নাভারেত
২০২০: আন্দ্রেয়া মেজা
ভারত
দক্ষিণ এশিয়ার দেশ ভারতেরও রয়েছে তিনজন মিস ইউনিভার্স, যারা এখন খ্যাতনামা অভিনেত্রী ও মডেল। এই তিনজন হলেন-
১৯৯৪: সুস্মিতা সেন
২০০০: লারা দত্ত
২০২১: হারনাজ সান্ধু
সূত্র: ইনসাইডার/এমএসএন