২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি প্রতিযোগীর অংশগ্রহণের খবর সঠিক নয়!
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব, এমন সংবাদ প্রচার পায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে আয়োজকরা জানিয়েছেন খবরটি মিথ্যা ও ভিত্তিহীন।
মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, 'সৌদি আরবে এখন পর্যন্ত কোনও বাছাই প্রক্রিয়া পরিচালিত হয়নি এবং এ ধরনের যেকোন দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর।'
গত ২৪ মার্চ সৌদি আরবের মডেল কুইন রুমি আল-কাহতানি এক ইনস্টাগ্রাম পোস্টে দাবি করেছিলেন, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করছেন তিনি। আল-কাহতানি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে লিখেছিলেন, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। পোস্টটিতে তার একটি সিকুইনড ইভিনিং গাউন, গ্ল্যামারাস টিয়ারা এবং 'মিস ইউনিভার্স সৌদি আরব' এমব্রয়ডারি করা স্যাশ পরা ছবি রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য সৌদি আরব এখনও নিশ্চিত হয়নি। সবকিছু চূড়ান্ত ও কমিটির অনুমোদন না হওয়া পর্যন্ত সৌদি আরব অংশ নিতে পারবে না।'
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে রুমি আল-কাহতানির ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে শেয়ার হয়। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ তার দাবি প্রত্যাখ্যান করলেও পোস্টটি এখনও তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রয়ে গেছে। আল-কাহতানির দাবি সত্যি হলে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের এটাই প্রথম অংশগ্রহণ হত।
মিস ইউনিভার্সের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, 'আমরা জানি না কেন মিস রুমি আল-কাহতানি এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি যদি সৌদি আরবের হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চান তবে তাকে অন্য প্রার্থীদের মতো একই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।'
এ বিষয়ে মন্তব্যের জন্য আল-কাহতানির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ বিবৃতিতে আরও জানায়, সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১০০টিরও বেশি দেশ প্রতিনিধিত্ব করবে। এই বছর প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগীদের জন্য কোনও বয়সের সীমা থাকছে না। পূর্ববর্তী বছরগুলোতে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক ছিল।
তবে এ বছর প্রথমবারের মত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পার্সিয়ার অভিষেক হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার বিজয়ী এই বছরের শেষের দিকে মেক্সিকোতে অনুষ্ঠিত মূল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সারা বিশ্বের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন