মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর আন্দ্রেয়া মেজা
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৬৯তম আসরে মুকুট জয় করেছেন 'মিস মেক্সিকো' আন্দ্রেয়া মেজা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের প্রতিযোগিতাটি পিছিয়ে এবার আয়োজিত হলো। তাই মেজার নামের পাশে শোভা পাবে 'মিস ইউনিভার্স ২০২০' খেতাব।
২৬ বছর বয়সী মেজা তার এই অর্জনকে এক ইনস্টাগ্রাম পোস্টে নিজ দেশের প্রতি উৎসর্গ করেছেন।
আজ (সোমবার) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীরা অংশ নেন। বাংলাদেশ থেকে 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০' তানজিয়া জামান মিথিলারও অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বিশেষ কারণে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ কমিটি।
'মিস ইউনিভার্স ২০২০'-এ প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন যথাক্রমে 'মিস ব্রাজিল' জুলিয়া গামা ও 'মিস পেরু' ইয়ানিক মাকেতা দেল কাস্তিলো।
মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে বেড়ে ওঠা মেজা একজন পেশাদার মডেল ও মেকআপ আর্টিস্ট। এছাড়াও সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে তিনি ডিগ্রি নিয়েছেন বলে মিস ইউনিভার্স আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
- সূত্র: সিএনএন
আরও পড়ুন: মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন না মিথিলা