চলে গেলেন 'দ্য রোলিং স্টোনসের' ড্রামার চার্লি ওয়াটস
জনপ্রিয় রক ব্যান্ড দ্য রোলিং স্টোনসের ড্রামার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জনকারী চার্লি ওয়াটস গত মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
একজন ট্রাক ড্রাইভারের অদম্য সন্তান ছিলেন ওয়াটস। গত মঙ্গলবার সিএনএনকে তার মুখপাত্র ইমেইলে জানান, "অত্যন্ত দুঃখের সাথে আমাদের জানাতে হচ্ছে যে সকলের ভালোবাসার চার্লি ওয়াটস লন্ডনের এক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে ওয়াটসের পরিবার তার পাশেই ছিল।" ইমেইলে আরো বলা হয়, "চার্লি ছিলেন একজন আরাধ্য স্বামী, পিতা ও দাদা; এবং দ্য রোলিং স্টোনসের সদস্য হিসেবে তার প্রজন্মের অন্যতম সেরা একজন ড্রামার। আমরা অনুরোধ করছি যে, এ কঠিন সময়ে তার পরিবার, ব্যান্ডের সদস্য এবং কাছের বন্ধুদের গোপনীয়তা যেন রক্ষা করা হয়।"
এদিকে ব্যান্ডটি এ মাসের শুরুর দিকে ঘোষণা করেছিল যে, তাদের "নো ফিল্টার" সফরের আসন্ন উত্তর আমেরিকান কনসার্টগুলোতে উপস্থিত থাকতে পারবেন না ওয়াটস। সেখানে বলা হয়, একটি অজানা অসুস্থতার জন্য চিকিৎসা কার্যক্রম চলায় কনসার্টে অংশগ্রহণ করবেন না তিনি।
বিগত ৫০ বছর ধরে তার ড্রাম কিটের মাধ্যমে ব্যান্ডের ব্লুজ-রক ঘরানার গানগুলোকে প্রাণবন্ত করে আসছিলেন ওয়াটস। চার সদস্যের এ ব্যান্ডের বাকি সদস্যরা হলেন মিক জ্যাগার, কিথ রিচার্ডস এবং রনি উড।
তার প্রথম ভালবাসা ছিল জ্যাজ
১৯৪১ সালে জন্মগ্রহণ করা রক অ্যান্ড রোল তারকা চার্লি ওয়াটসের সত্যিকারের ভালোবাসা ছিল জ্যাজ। ছোটবেলা থেকেই ড্রামিংয়ের প্রতি অনুরাগী ওয়াটস বেড়ে উঠেছিলেন ওয়েম্বলির পশ্চিম লন্ডন শহরতলিতে। মাত্র ১৪ বছর বয়সেই তাকে একটি ড্রাম কিট কিনে দিয়েছিলেন তার বাবা। ওয়াটসের মা বলেছিলেন, ড্রাম কিট কেনার আগেই তিনি "টেবিলে কাঠের টুকরো, ছুড়ি কিংবা কাঁটাচামচ দিয়ে সুর তৈরি" করতেন। পরবর্তীতে তিনি হ্যারো স্কুল অব আর্টে গ্রাফিক ডিজাইন বিষয়ে পড়াশোনা করতে যান।
ওয়াটসের জীবনের প্রথম পেশা ছিল বিজ্ঞাপনে কাজ করা। তখন অবসর সময়ে তিনি জ্যাজ কিংবদন্তী চার্লি পার্কার সম্পর্কে বাচ্চাদের একটি বই লিখে প্রকাশ করেছিলেন। "ওড টু আ হাই ফ্লাইং বার্ড" নামক বইটির ভূমিকায় লেখা ছিলঃ "এ গল্পটি প্রয়াত এবং মহান চার্লির জন্য আরেকজন চার্লির দ্বারা সংকলিত।"
একই সময়ে, ব্রিটিশ ব্লুজ সঙ্গীতের প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস কর্নারের সাথে একটি ব্যান্ডে পারফর্ম করেছিলেন ওয়াটস। পশ্চিম লন্ডনের ইলিং অঞ্চলের সেই অনুষ্ঠানে অতিথি সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মিক জ্যাগার, এরিক ক্ল্যাপটন এবং দ্য স্টোনসের প্রয়াত সদস্য ব্রায়ান জোন্স।
১৯৬২ সালে গায়ক জ্যাগার, পিয়ানোবাদক ইয়ান স্টুয়ার্ট, গিটারিস্ট কিথ রিচার্ডস এবং ডিক টেলরকে নিয়ে রোলিং স্টোনস ব্যান্ডটি তৈরি করেন ব্রায়ান জোন্স। এ ব্যান্ডে যোগ দেয়ার প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেও ১৯৬৩ সালে তাদের সাথে যুক্ত হন ড্রামার ওয়াটস। (১৯৬২ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যান্ডের বেস গিটার বাদক ছিলেন বিল ওয়েমেন)
১৯৬৪ সালে ববি ওম্যাকের "ইটস অল ওভার নাও" গানের কভার গেয়ে ব্রিটিশ পপ চার্টের প্রথমে উঠে আসে দ্য স্টোনস। পরবর্তীতে, ১৯৬৫ সালে ব্যান্ডটির গান লেখক জ্যাগার এবং রিচার্ডস তাদের প্রথম ক্লাসিক "(আই কান্ট গেট নো) স্যাটিসফেকশন" তৈরি করেন। এরপর ১৯৬৬ সালে "পেইন্ট ইট ব্ল্যাক", "নাইনটিন্থ নার্ভাস ব্রেকডাউন", "গেট অফ মাই ক্লাউড", "হ্যাভ ইউ সিন ইওর মাদার, বেবি" এবং "লেডি জেন" নামক হিট গান উপহার দেয় ব্যান্ডটি।
এছাড়াও, "আফটারম্যাথ" (১৯৬৬), "স্টিকি ফিঙ্গার্স" (১৯৭১), "সাম গার্লস" (১৯৭৮), "ট্যাটু ইউ" (১৯৮১) এর মত ক্লাসিক অ্যালবাম এবং সারা বিশ্বের বিপুল স্টেডিয়াম সফরের মাধ্যমে কয়েক দশক ধরে ব্যাপক জনপ্রিয়তা বজায় রেখেছিল ব্যান্ডটি।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্রামীণ অঞ্চলে বসবাস করতেন তিনি এবং তার স্ত্রী
অবশেষে ১৯৮০'র দশকে জ্যাজ সঙ্গীতের প্রতি তার আবেগকে কাজে লাগানোর সময় পেয়েছিলেন ওয়াটস। সেসময় ৩২ জন সদস্য নিয়ে 'দ্য চার্লি ওয়াটস অর্কেস্ট্রা' নামক একটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। ব্যান্ডটির প্রথম গিগ ছিল কিংবদন্তি লন্ডন জ্যাজ ক্লাব রনি স্কটসে, যেখানে প্রায়ই দর্শনার্থী হিসেবে যেতেন ওয়াটস। ১৯৯০ এর দশকের শুরুর দিকে অপর একটি দল 'চার্লি ওয়াটস কুইন্টেট' এর সাথে মিলে চার্লি পার্কারের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন ওয়াটস।
ওয়াটস তার জীবনের বেশিরভাগ সময় দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডেভনে তার এস্টেটে কাটিয়েছেন। ১৯৬৪ সালে শার্লি অ্যান শেফার্ডকে বিয়ে করেছিলেন তিনি, এবং তার মৃত্যুর আগ পর্যন্ত একসাথে ছিলেন তারা। তার স্ত্রী একটি সুপরিচিত স্টুড ফার্মের মালিক হওয়ার পাশাপাশি ছিলেন একজন ঘোড়া লালন-পালনকারী।
২০০৪ সালে ধূমপায়ী ওয়াটসের গলায় ক্যান্সার ধরা পড়লেও সে যাত্রায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে, বিভিন্ন ক্লাবে পরিবেশনার জন্য 'এবিসি অ্যান্ড ডি বুগি উগি' নামক একটি ওল্ড স্কুল ব্লুজ ব্যান্ড গঠন করেছিলেন ওয়াটস। তবে, দ্য স্টোনসের সাথে তিনি তখনও যুক্ত ছিলেন, এবং ২০১৮ সালে ব্যান্ডটির "নো ফিল্টার" সফরের ইউরোপীয় কনসার্টগুলোতে অংশগ্রহণও করেছিলেন।
ওয়াটসের মৃত্যুর খবরে সঙ্গীতশিল্পী পল ম্যাককার্টনি, রিংগো স্টার, এল্টন জন এবং আরো অনেকেই তাদের সামাজিক মাধ্যমে তার সাথের স্মৃতিবিচরণ করেছেন। একইসাথে তার পরিবার ও ব্যান্ডের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।
একটি ভিডিওবার্তায় ম্যাককার্টনি বলেন, "চার্লি ছিলো পাথরের মত দৃঢ় একটি মানুষ এবং চমৎকার একজন ড্রামার।" এছাড়া এল্টন জন টুইটে লিখেছেন, "একটি অত্যন্ত দুঃখজনক দিন। চার্লিই ছিলেন চূড়ান্ত ড্রামার। পুরুষদের মধ্যে সবচেয়ে আড়ম্বরপূর্ণ এবং একটি উজ্জ্বল মানুষ ছিলেন তিনি। তার স্ত্রী শার্লি, মেয়ে সেরাফিনা, শার্লট এবং রোলিং স্টোনসের প্রতি জানাই গভীর সমবেদনা।"
এদিকে আগামী ২৬ সেপ্টেম্বর সেন্ট লুইসে শুরু হতে যাওয়া দ্য স্টোনসের আসন্ন সফরে ওয়াটসের স্থানে ড্রামার স্টিভ জর্ডানকে নেওয়ার কথা রয়েছে। "স্যাটারডে নাইট লাইভ" এবং "লেট নাইট উইথ ডেভিড লেটারম্যান" এর হাউস ব্যান্ডের প্রাক্তন সদস্য স্টিভ ছিলেন এ ব্যান্ডগুলোর ড্রামার।
- সূত্র: সিএনএন