টাইম ‘এন্টারটেইনমেন্ট অব দ্য ইয়ার’ হলো বিটিএস
দক্ষিণ কোরিয়ান কে-পপ গ্রুপ বিটিএস'কে 'এন্টারটেইনমেন্ট অব দ্য ইয়ার' খেতাব দিলো টাইম ম্যাগাজিন।
করোনাভাইরাস বাস্তবতায় গানের মাধ্যমে অনলাইনে সারা দুনিয়ার তরুণ প্রজন্মের সংগীতপ্রেমীদের বিনোদন দেওয়ায় বিশেষ অবদান রাখার কারণে এ স্বীকৃতি পেল ৭ সদস্যের এই ব্যান্ড।
কোভিড পরিস্থিতিতে বৈশ্বিক ট্যুর বাতিল করতে বাধ্য হলেও আগস্টে প্রকাশিত তাদের ইংরেজিভাষী গান 'ডায়নামাইট' প্রথম কোনো কোরিয়ান গান হিসেবে ইউএস টপচার্টের শীর্ষে জায়গা করে নেয়।
সাম্প্রতিক অ্যালবাম 'বি'র মাধ্যমে বিটিএস ইতিহাসের প্রথম কোনো ব্যান্ড হিসেবে নিজেদের প্রকাশিত প্রথম গান ও প্রথম অ্যালবামের মাধ্যমে বিলবোর্ড চার্টের শীর্ষস্থানও অর্জন করে।
- সূত্র: দ্য ন্যাশনাল