নেটফ্লিক্সে সবচেয়ে জনপ্রিয় ১০ চলচ্চিত্র, শীর্ষে ঢাকার গল্প
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/07/17/extraction.jpg)
সবচেয়ে জনপ্রিয় ১০ চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শীর্ষে রয়েছে ঢাকার প্রেক্ষাপটে নির্মিত আলোচিত ও সমালোচিত চলচ্চিত্র 'এক্সট্রাকশন'।
ক্রিস হেমসওয়ার্থ অভিনীত, স্যাম হারগ্রেভ পরিচালিত ওই অ্যাকশন ধারার চলচ্চিত্রের এখন পর্যন্ত ভিউ হয়েছে অন্তত ৯ কোটি ৯০ লাখ।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/07/17/bird_box_2.jpg)
এর চেয়ে ঠিক ১ কোটি কম ভিউ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্যান্ড্রা বুলক অভিনীত থ্রিলার- 'বার্ড বক্স'। আর এর পরপরই রয়েছে হত্যা-রহস্য ধারার 'স্পেন্সার কনফিডেন্সিয়াল'।
এ বছরের ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার পর প্রথম এক মাসের মধ্যেই ৯ কোটি ৯০ লাখ ভিউ হয়েছে 'এক্সট্রাকশন'-এর। তবে ঠিক কতজন দর্শক চলচ্চিত্রটি দেখেছেন, সেই সংখ্যা নিশ্চিত করে জানায়নি নেটফ্লিক্স। একেকটি সিনেমা একেকজন সাবস্ক্রাইবার একাধিকবারও দেখতে পারেন- এমন সম্ভাবনা নিশ্চয়ই উড়িয়ে দেওয়া যায় না।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/07/17/the_irishman.jpg)
এদিকে, প্রখ্যাত চলচ্চিত্রকার মার্টিন স্করসেজি পরিচালিত এবং দুই বর্ষীয়ান তারকা রবার্ট ডি নিরো ও আল পাচিনো অভিনীত ক্রাইম এপিক ধারার 'দ্য আইরিশম্যান' ছবিটির ভিউ হয়েছে ৬ কোটি ৪০ লাখ।
চলুন, এবার এক নজরে, যথাক্রমে জানা যাক তালিকার শীর্ষ ১০ চলচ্চিত্রের নাম ও ভিউ সংখা: এক্সট্রাকশন (৯ কোটি ৯০ লাখ), বার্ড বক্স (৮ কোটি ৯০ লাখ), স্পেন্সার কনফিডেন্সিয়াল (৮ কোটি ৫০ লাখ), সিক্স আন্ডারগ্রাউন্ড (৮ কোটি ৩০ লাখ), মার্ডার মিস্টেরি (৭ কোটি ৩০ লাখ), দ্য আইরিশম্যান (৬ কোটি ৪০ লাখ), ট্রিপল ফ্রন্টিয়ার (৬ কোটি ৩০ লাখ), দ্য রং মিসি (৫ কোটি ৯০ লাখ), দ্য প্ল্যাটফর্ম (৫ কোটি ৬০ লাখ) এবং দ্য পারফেক্ট ডেট (৪ কোটি ৮০ লাখ)।
- সূত্র: ভ্যারাইটি