বাংলাদেশে ভ্যাট রেজিষ্ট্রেশন নম্বর পেয়েছে নেটফ্লিক্স
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে মূল্য সংযোজন কর (মূসক) নাম্বার পেয়েছে যুক্তরাষ্ট্রের সাবস্ক্রিপশন ভিত্তিক স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে স্ট্রিমিং সেবার বৈশ্বিক জায়ান্টটি (০০৪৩১৯৪৮২/০২০৮) ব্যবসা শনাক্তকরণ নম্বর পেয়েছে। আজ বুধবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
নিবন্ধনের জন্য সিঙ্গাপুর অফিসের ঠিকানা ব্যবহার করে নেটফ্লিক্স পিটিই লিমিটেড নামে নিবন্ধন করিয়েছে প্ল্যাটফর্মটি।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবির।
বাংলাদেশে নেটফ্লিক্সের স্থানীয় পরামর্শক হিসেবে কাজ করবে বৈশ্বিক ফার্ম প্রাইজওয়াটার্সকুপার্স। কমিশনার জানান, নিবন্ধন সম্পন্ন হওয়ায় ডিসেম্বর মাস থেকেই ১৫ শতাংশ হারে ভ্যাট দেওয়া শুরু করবে নেটফ্লিক্স।
তিনি বলেন, ২০১৯ সালের জুলাইয়ে এনবিআর বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলোর জন্য বাংলাদেশে অফিস খোলা বা স্থানীয় এজেন্ট নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে। এদেশের স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন ও অন্যান্য সুবিধা দিয়ে আয় করে এসব প্লাটফর্ম। সেখান থেকে কর আদায়ের উদ্দেশ্যেই এ নির্দেশনা।
চলতি অর্থবছরের শুরুতেই রাজস্ব বোর্ড থেকে বাংলাদেশে ব্যবসা শনাক্তকরণ নম্বর নেয় গুগল, ফেসবুক, অ্যামাজন এবং মাইক্রোসফট। বহুজাতিক এসব কোম্পানি এখন নিয়মিত তাদের ভ্যাট পরিশোধ করছে।