ভালোবাসা দিবসে তানজীব সারোয়ারের নতুন গান
ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ার। সম্প্রতি ‘ডুবে ডুবে’ শিরোনামের গানটির রেকর্ডিং শেষ হয়েছে।
গানের পাশাপাশি নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।
তানজীব জানালেন, গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।
গানটি নিয়ে তানজীব সারোয়ার দারুণ আশাবাদী। তিনি বলেন, এবার এক নতুন তানজীবকে পাবেন দর্শক-শ্রোতারা। গানটি গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও আমি পারফর্ম করেছি। নতুন বছরের প্রথম গান প্রকাশ হচ্ছে আমার। আমার বিশ্বাস দর্শক-শ্রোতা এবং আমার ভক্তরা গানটি পছন্দ করবেন।
তিনি জানান, গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন চন্দন রয় চৌধুরী। বরাবরের মতোই বেশ পরিশ্রম করেই নির্মাণ করা হয়েছে এটি।
তানজীব জানান, মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে রাজধানির গুলশান এবং পূর্বাচলের বিভিন্ন এলাকায়। ভিডিওতে তানজীবের সঙ্গে দেখা যাবে মডেল সউমিকে।
ভালোবাসা দিবস উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে গানটি।