রবিন উইলিয়ামসের শেষ দিনগুলো: তথ্যচিত্রে মার্কিন কমেডিয়ানের বাঁচার 'ব্যর্থ' লড়াই
টেইলর নরউডের তথ্যচিত্র "রবিন'স উইশ" মুক্তি পাবে ১ সেপ্টেম্বর। প্রয়াত মার্কিন অভিনেতা ও কমেডিয়ান রবিন উইলিয়ামসের জীবনের শেষ দিনগুলো ঘিরে বানানো এই তথ্যচিত্রে তার বেঁচে থাকার প্রাণান্তকর অথচ ব্যর্থ লড়াইয়ের কথা শুনিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং স্ত্রী সুজান স্নাইডার উইলিয়ামস।
তথ্যচিত্রে মূল বয়ান সুজানেরই। রবিনের ভক্তদের তিনি খোলামনে জানিয়েছেন, লেভি বডি ডিমেনশিয়া রোগটির বিরুদ্ধে কী মর্মান্তিক এক অসম লড়াইয়ে পড়তে হয়েছিল অজস্র অনুরাগীর প্রাণপ্রিয় কমেডিয়ানকে।
অনেকের চোখেই সর্বকালের অন্যতম সেরা কমেডিয়ান হিসেবে খ্যাত রবিন উইলিয়ামস কী কারণে ৬৩ বছর বয়সে বেছে নিয়েছিলেন আত্মহননের পথ, নরউডের এই তথ্যচিত্র সেই মর্মস্পর্শী গল্পের প্রকাশ ঘটাবে। সুজানের দাবি, অসুখটার সঙ্গে লড়তে লড়তে হাঁফিয়ে উঠেছিলেন রবিন। তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী, এমনকি চিকিৎসকদেরও এমনটাই বিশ্বাস।
কেমন মর্মান্তিক ছিল তার লড়াই এবং কেন ও কতটা হাঁফিয়ে তিনি উঠেছিলেন, সেইসব উদাহরণ ও ব্যাখ্যা পাওয়া যাবে এই তথ্যচিত্রে।
অস্কার, এমি, গোল্ডেন গ্লোব ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী রবিন উইলিয়ামস 'ডেড, পোয়েট সোসাইটি', 'পপাই', 'দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প', 'মস্কো অন দ্য হাডসন', 'নাইট অ্যাট দ্য মিউজিয়াম'সহ প্রচুর সিনেমায় অভিনয়ের জাদু ছড়িয়ে গেছেন।
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন