স্ত্রী নির্যাতন: মামলায় হার জনি ডেপের
বহুল আলোচিত মামলায় হেরে গেলেন হলিউড তারকা জনি ডেপ। তাকে 'স্ত্রী নির্যাতনকারী' হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাজ্যের দ্য সান পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তিনি। সেই মামলায় তার বিরুদ্ধে রায় দিলেন লন্ডনের আদালত।
রায়ে বিচারক জাস্টিস নিকোল বলেন, 'অভিযোগকারী (জনি ডেপ) নিজের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।... অন্যদিকে, বিবাদী (দ্য সান ও নিউজ গ্রুপ নিউজপেপার) যা প্রমাণ দিয়েছে, তাতে তারা যা প্রকাশ করেছে- সেই খবরকে আমার কাছে যথেষ্ট সত্য বলে প্রতীয়মান হয়েছে।'
'বিবাদীর উপস্থাপন করা ১৪টি ঘটনার পুঙ্খানুপুঙ্খ যাচাই শেষে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি।'
হাইকোর্টে গত জুলাইয়ের শেষ দিকে শুনানি শেষ হওয়ার তিন মাসেরও বেশিকাল পর মামলাটির দীর্ঘ প্রতীক্ষিত রায় অনলাইনে সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশ পায়।
এর আগে, ''গন পটি: হাউ ক্যান জেকে রাউলিং বি 'জেনুইনলি হ্যাপি' কাস্টিং ওয়াইফ বিটার জনি ডেপ ইন দ্য নিউ ফ্যান্টাস্টিক বিস্টস ফিল্ম?'' শিরোনামে দ্য সান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় দ্য সানের প্রকাশক, নিউজ গ্রুপ নিউজপেপারস (এনজিএন) এবং এর নির্বাহী সম্পাদন ড্যান উটনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ৫৭ বছর বয়সী জনি ডেপ।
এনজিএন এক বিবৃতিতে জানায়, '২০ বছরেরও বেশিকাল ধরে পারিবারিক সহিংসতার শিকারদের পাশে দাঁড়াচ্ছে দ্য সান। পারিবারিক সহিংসতার শিকার যারা, তাদের চুপ থাকা উচিত নয়। বিচারককে তার সযত্ন বিবেচনার জন্য এবং অ্যাম্বার হার্ডকে (জনি ডেপের প্রাক্তন স্ত্রী) আদালতে সাহস করে প্রমাণ জাহির করার জন্য ধন্যবাদ জানাই।'
- সূত্র: দ্য গার্ডিয়ান