হাসপাতাল ছাড়লেন ‘ব্ল্যাক প্যান্থার’ সেটে আহত লেটিশিয়া রাইট
'ব্ল্যাক প্যান্থারে'র সিক্যুয়ালে একটি স্টান্টে অভিনয় করতে গিয়ে আহত হয়েছিলেন অভিনেত্রী লেটিশিয়া রাইট। তবে 'সুরি'খ্যাত এই অভিনেত্রী গুরুতর আঘাত পাননি। সামান্য চিকিৎসা নিয়েই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে মারভেল স্টুডিও।
এর আগে, বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে মারভেলের এক মুখপাত্র বলেন, "আজ 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা ফরেভার'-এর একটি স্টান্টে অভিনয় করার সময় লেটিশিয়া রাইট সামান্য আঘাত পেয়েছেন। তিনি বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং খুব শিগগিরই তিনি ছাড়া পাবেন বলে আশা করা হচ্ছে।'
মারভেলের সূত্র জানিয়েছে, লেটিশিয়া রাইটের এই ঘটনা ছবির শুটিং শিডিউলে কোনো প্রভাব ফেলবে না।
ওয়াকান্দার রাজকন্যা ও টি'চালার বোন সুরি চরিত্রেই লেটিশিয়া অভিনয় করছেন এই ছবিতে। ২০১৮ সালের মারভেল ব্লকবাস্টার 'ব্ল্যাক প্যান্থার'-এ থাকা আরও বেশ কিছু চরিত্র ফিরছে এই সিক্যুয়ালে। ড্যানিয়েল কালুইয়া, দানাই গুরেইরা, লুপিতা নিয়ঙ্গো এবং অ্যাঞ্জেলা বাসেতের মতো তারকারা ফিরছেন 'ওয়াকান্দা ফরেভার'-এ।
মারভেলের সব ছবির মতো এই চলচ্চিত্রের কাহিনিও এখনো গোপন রাখা হয়েছে। তবে প্রয়াত চ্যাডউইক বোসম্যানের চরিত্র টি' চালা আর ফিরবে না বলে নিশ্চিত করেছে মারভেল। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু-পরবর্তী ওয়াকান্দার ভবিষ্যৎ নিয়েই এই ছবির গল্প।
কাউকে না জানিয়ে নিভৃতে কোলন ক্যানসারের সঙ্গে চার বছর যুদ্ধ করে গত বছর আগস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বোসম্যান। মূল তারকাকে ছাড়া সিক্যুয়াল আদৌ হবে কি না, এই বিভ্রান্তির মাঝে গত ডিসেম্বরে মারভেল প্রেসিডেন্ট কেভিন ফাইগি নিশ্চিত করেন, টি'চালার চরিত্রকে আর ফেরানো হবে না।
ফাইগি বলেন, "'ব্ল্যাক প্যান্থার'-এ তার (বোসম্যানের) টি'চালা চরিত্রটি এতটাই আইকনিক যে তা মারভেলের অতীত থেকে বর্তমান পর্যন্ত সকল মাধ্যমকে ছুঁয়ে গেছে। এ কারণেই আমরা চরিত্রটিকে আর পুনর্নির্মাণ করব না।"
'ওয়াকান্দার রাজা চরিত্রের মাধ্যমে চ্যাড (চ্যাডউইক বোসম্যান) যে কিংবদন্তি তৈরি করেছেন, তার প্রতি সম্মান জানাতেই আমরা ওয়াকান্দার জগতকে অন্বেষণ করে যেতে চাই,' যোগ করেন তিনি।
'ব্ল্যাক প্যান্থার' বিশ্বব্যাপী ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছিল, এবং ইতিহাসের প্রথম সুপারহিরো মুভি হিসেবে অস্কারে সেরা ছবির জন্য মনোনীত হয়েছিল। সমালোচক থেকে দর্শক, সবার কাছেই সমানভাবে সমাদৃত হয়েছিল এই ছবিটি।
রায়ান কুগলার পরিচালিত 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা ফরেভার' ২০২২ সালের ৮ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
-
সূত্র: দ্য ন্যাশনাল