শুক্রবার থেকে মঞ্চস্থ ‘৪.৪৮ মন্ত্রাস’
রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে সারাহ কেইন রচিত '৪.৪৮ মন্ত্রাস' নাটকের মঞ্চায়ন।
ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৪ দিনব্যাপী এ একক নাট্য প্রদর্শনীর প্রযোজনায় থাকছে 'স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ'।
আজ উদ্বোধনী মঞ্চায়ন হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
'৪.৪৮ মন্ত্রাস' অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ এবং পরিকল্পনা ও নির্দেশনায় আছেন সৈয়দ জামিল আহমেদ।
'৪.৪৮ মন্ত্রাস' সারাহ কেইনের '৪.৪৮ সাইকোসিস' থেকে বাংলায় অনুবাদ করা। '৪.৪৮ সাইকোসিস' একটি অনন্য কাব্যশৈলী যা নির্মিত হয়েছে রৈখিক আখ্যানকে প্রত্যাখ্যান করে এবং আলিঙ্গন করেছে উত্তর নাটকীয় কাঠামো। যাতে একীভূত হয়েছে দীর্ঘ একক কথন, চেতনার প্রবাহ, স্বগতোক্তি, দৈনন্দিন জীবনের কথোপকথন এবং দর্শকদের সরাসরি সম্বোধন করে বিবরণ।
নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হলো এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম। কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী যেমন ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সমাজে বিশৃঙ্খল অনিশ্চয়তা।
'৪.৪৮ মন্ত্রাস' ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হবে। অভিনয়ে থাকছেন মহসিনা আক্তার, সাক্ষ্য শহীদ, মো. সোহেল রানা, শারমিন আক্তার শর্মী, কৌশিক বিশ্বাস, মুরতাজা যুবাইর, মো. ইরফান উদ্দিন, তানভীর আহমেদ, হাসান মুহাম্মদ তাবিন প্রমুখ।
স্পর্ধা সম্পর্কে
১৯৭২ সালের মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে 'গ্রুপ থিয়েটার' সাংগঠনিক কাঠামোভিত্তিক যে নাট্যচর্চার সূচনা হয়েছিল তার রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। কিন্তু একবিংশ শতকের বিশ্বায়নের যুগে ও নিও লিবারাল অর্থনৈতিক ব্যবস্থার অধীনে 'গ্রুপ থিয়েটার' নাট্যচর্চার মূল শক্তি বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি এখন এমন জীবনযাপনে তাড়িত যে নাট্যচর্চার জন্য প্রয়োজনীয় সময় নিয়োগে অক্ষম।
এ অবস্থা অতিক্রমের ক্ষুদ্র প্রয়াস হিসেবে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর সৈয়দ জামিল আহমেদের নেতৃত্বে 'স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ' নামে একটি অলাভজনক ও পেশাদার নাট্যদল গঠিত হয়। নাট্যসংগঠনটির কেন্দ্রে রয়েছে একটি ক্ষুদ্র বীজ দল বা কোর গ্রুপ। এর সদস্য গুটিকয়েক স্থায়ী নাট্যকর্মী যারা সামাজিক ও আদর্শগত চেতনার প্রতি দায়বদ্ধ এবং নিয়মিত চর্চার মাধ্যমে শৈল্পিক ও পেশাদারিত্বের মান বজায় রাখতে সক্ষম। উল্লিখিত ক্ষুদ্র বীজ দল কর্তৃক বিভিন্ন নাট্যসংগঠন ও নাটক সম্পর্কিত বিভিন্ন উৎস থেকে কর্মশালার মাধ্যমে নাট্যকর্মী নির্বাচন করা হয়। প্রতিশ্রুতিবদ্ধ নাট্যকর্মীরা একটি অস্থায়ী প্রযোজনা দলের অন্তর্ভুক্ত হয়। 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' এবং '৪.৪৮ মন্ত্রাস' এমন এক প্রক্রিয়ার ফসল।