টনি অ্যাওয়ার্ডস: ৯০ বছর বয়সে ‘সেরা অভিনেত্রী’র পদক জিতে লয়েস স্মিথের রেকর্ড
আমেরিকান মঞ্চনাটকের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মাননা 'টনি অ্যাওয়ার্ডসে'র ৭৪তম আসর বসেছিল রোববার রাতে, নিউইয়র্কে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'সেরা অভিনেত্রী' হিসেবে স্বীকৃতি পেলেন ৯০ বছর বয়সী অভিনেত্রী লয়েস স্মিথ।
আর তাতেই গড়ে ফেললেন এক দারুণ রেকর্ড। তিনিই এখন পর্যন্ত যেকোনো ক্যাটাগরিতে 'টনি অ্যাওয়ার্ডস' পাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি।
বলে রাখা ভালো, প্রায় ৮ দশকের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম 'টনি অ্যাওয়ার্ডস' পেলেন এ আমেরিকান অভিনেত্রী। 'দ্য ইনহেরিটেন্স' নাটকে মার্গারেট চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান তিনি।
পুরস্কারগ্রহণকালে তিনি বলেন, "লাইভ থিয়েটারের প্রক্রিয়া আমি ভালোবাসি। মনে পড়ে, এ.এম. ফর্স্টারের 'হাওয়ার্ডস এন্ড' উপন্যাসের আংশিক অবলম্বনে এইডস মহামারি নিয়ে ম্যাথু লোপেজ তার 'দ্য ইনহেরিটেন্স' নাটকটি লেখা শেষ করার পর সেটির এক কর্মশালায় অংশ নিয়েছিলাম। উপন্যাসটি আমার বহুদিন ধরেই প্রিয়।'
টনি অ্যাওয়ার্ডস ২০২১ বিজয়ীর পূর্ণাঙ্গ তালিকা
- সেরা নাটক: দ্য ইনহেরিটেন্স [ম্যাথু লোপেজ]
- সেরা মিউজিক্যাল: মলিন রুজ! দ্য মিউজিক্যাল!
- সেরা পুনরুজ্জীবিত নাটক: অ্যা সোলজার'স প্লে
- সেরা মিউজিক্যাল বই: জ্যাগড লিটল পিল [ডায়াবলো কোডি]
- নাটকে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা: অ্যান্ড্রু বার্নাপ [দ্য ইনহেরিটেন্স]
- নাটকে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী: ম্যারি-লুইস পার্কার [দ্য ইনহেরিটেন্স]
- মিউজিক্যালে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা: আরোন টিভেইট [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]
- মিউজিক্যালে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী: আদ্রিয়ানা ওয়ারেন [টিনা: দ্য টিনা টার্নার মিউজিক্যাল]
- নাটকে সেরা ফিচার অভিনেতা: ডেভিড অ্যালান গ্রায়ার [অ্যা সোলজার'স প্লে]
- নাটকে সেরা ফিচার অভিনেত্রী: লয়েস স্মিথ [দ্য ইনহেরিটেন্স]
- মিউজিক্যালে সেরা ফিচার অভিনেতা: ড্যানি বার্স্টেইন [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]
- সেরা নাট্যপরিচালক: স্টিফেন ড্যালডি [দ্য ইনহেরিটেন্স]
- সেরা মিউজিক্যাল পরিচালক: অ্যালেক্স টিম্বারস [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]
- সেরা সংগীত: ক্রিস্টোফার নাইটিঙ্গেল [অ্যা ক্রিসমাস ক্যারোল]
- সেরা কোরিওগ্রাফি: সোনিয়া তায়ে [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]
- নাটকে সেরা সিনিক ডিজাইন: রব হাওয়েল [অ্যা ক্রিসমাস ক্যারোল]
- মিউজিক্যালে সেরা সিনিক ডিজাইন: ডেরেক ম্যাকলেন [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]
- নাটকে সেরা কস্টিউম ডিজাইন: রব হাওয়েল [অ্যা ক্রিসমাস ক্যারোল]
- মিউজিক্যালে সেরা কস্টিউম ডিজাইন: ক্যাথেরিন জুবার [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]
- নাটকে সেরা লাইটিং ডিজাইন: হিউ ভ্যানস্টোন [অ্যা ক্রিসমাস ক্যারোল]
- মিউজিক্যালে সেরা লাইটিং ডিজাইন: জাস্টিন টাউনসেন্ড [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]
- নাটকে সেরা সাউন্ড ডিজাইন: সায়মন বেকার [অ্যা ক্রিসমাস ক্যারোল]
- মিউজিক্যালে সেরা সাউন্ড ডিজাইন: পিটার হেলেন্সকি [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]
- সেরা অর্কেস্ট্রেশন: কেটি ক্রেসেক, চার্লি রোজেন, ম্যাট স্টিন এবং জাস্টিন লেভিন [মলিন রুজ! দ্য মিউজিক্যাল!]।
-
সূত্র: পিপল ম্যাগাজিন ও সিবিএস নিউজ