‘বেসিক ইন্সটিঙ্কটে’র বিশেষ সংস্করণ আটকানোর ক্ষমতা আমার নেই: শ্যারন স্টোন
হলিউড তারকা শ্যারন স্টোন জানিয়েছেন, অভিনেত্রী হওয়া সত্ত্বেও নিজের সিনেমারই আসন্ন পুনঃমুক্তির ওপর তার কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব নেই।
১৯৯২ সালের বহুল আলোচিত ও সমালোচিত ইরোটিক থ্রিলার ফিল্ম 'বেসিক ইন্সটিঙ্কট'-এর "ডিরেক্টর'স-কাট ভার্সন" মুক্তির সম্ভাবনা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
"তারা [কর্তৃপক্ষ] সিনেমাটির ৩০ বছর পূর্তিতে ডিরেক্টর'স 'এক্সএক্সএক্স' কাট ভার্সন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন,' অস্ট্রেলিয়ান শো 'অ্যা কারেন্ট অ্যাফেয়ার'-এ বলেন ওই চলচ্চিত্রের নায়িকা, বর্তমানে ৬৩ বছর বয়সী শ্যারন।
'বেসিক ইন্সটিঙ্কট'-এ অজ্ঞাতসারে তাকে 'বাজেভাবে' উপস্থাপনের অভিযোগ বহু বছর ধরেই তুলে আসছেন তিনি। সেটির আরও বেশি 'আপত্তিকর' দৃশ্য সংযোজন সহকারে পরিকল্পিত পুনঃমুক্তির প্রচেষ্টা রুখে দেওয়ার চেষ্টা চালাবেন কি না, এমন প্রশ্নের জবাবে শ্যারন অপারগতা প্রকাশ করে বলেন, চলচ্চিত্রটি এ সময়ে বানানো হলে তিনি আটকাতে পারতেন।
'এখন নতুন [স্ক্রিন অ্যাকটরস গিল্ড] কিছু নিয়ম রয়েছে; কিন্তু সেগুলো তৈরি হয়েছে অল্প বয়সে ওই চলচ্চিত্রে আমার অভিনয় করার বেশ পরে। তাই ওই নিয়মগুলো এ ক্ষেত্রে খাটবে না,' জানান তিনি।
ওই চলচ্চিত্র নিয়ে ক্ষোভ থাকলেও কোনো অনুতাপ নেই বলে জানান শ্যারন স্টোন।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট