‘সিক্রেট প্রজেক্ট’ নিয়ে একসঙ্গে হাজির হচ্ছেন অর্জুন-জাহ্নবী!
গত কয়েক বছরে আরও জমাটি হয়েছে ভাই-বোনের সম্পর্ক। ছোটপর্দার জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ একসঙ্গে হাজিরও হয়েছিলেন তারা। সেখানে পরস্পরের সঙ্গে দুজনের খুনসুটি থেকে রসায়ন দেখে আপ্লুত হয়েছিল দর্শক। মুগ্ধ হয়েছিলেন শোয়ের সঞ্চালক করণ জোহরও।
কথা হচ্ছে বলিউড তারকা অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুরকে নিয়ে।
পর্দায় সেই প্রথম এবং আপাতত সেটাই শেষবার ভাই-বোনের জুটি হাজির হয়েছিল একসঙ্গে। বলা বাহুল্য, অনেকদিন ধরেই তাদের অনুরাগীরা বলে আসছেন, পর্দায় যেন এবার একসঙ্গে হাজির হন এই দুই তারকা। সে বিষয়ে কোনো মন্তব্য না করলেও খুব সম্ভবত এই দুজন এবার দারুণ কিছু করতে চলেছেন।
গত বৃহস্পতিবার একসঙ্গে অর্জুন-জাহ্নবীকে দেখা গেছে। শোনা যাচ্ছে, একটি ফটোশুটও সেরেছেন এই দুজনে। এই প্রকল্পের গোটা ফটোশুটের দায়িত্বে ছিলেন প্রখ্যাত সেলেব-ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ।
সূত্রের খবর, কোনো সিনেমা নয়, তবে নিঃসন্দেহে বলা যায় এই 'সিক্রেট প্রজেক্ট' প্রকাশ্যে এলে মুহূর্তে তা হবে ভাইরাল।
'অত্যন্ত স্মরণীয় হবে এই বিষয়টি। কারণ এই প্রথমবার একসঙ্গে অর্জুন ও জাহ্নবীকে দেখা যাবে। তাই পুরো বিষয়টা জানার জন্য আরও কিছুদিন ধৈর্য্য ধরে থাকতে হবে সবাইকে', জানিয়েছে ওই সূত্র।
এই শুটের একটি ছবিও সামনে এসেছে। ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ছবি পোস্ট করেছেন অর্জুন ও জাহ্নবী- দুজন্যেই। ছবিতে একেবারেই ক্যাজুয়াল অবতারেই দেখা যাচ্ছে ভাই-বোনকে। কাঁধ ছাপানো চুল এবং সযত্নে ট্রিমড দাড়ি গালে নতুন লুকে ধরা দিয়েছেন 'পিঙ্কি'। অন্যদিকে ট্যাঙ্ক টপ, শর্টস এবং হুডি জড়িয়ে সেই ছবিতে হাজির হয়েছেন 'শ্রীদেবী-কন্যা'।
প্রসঙ্গত, গত মাসে ফাদার্স ডে-তে একটি ছবি শেয়ার করেছিলেন অর্জুন। তার সঙ্গে ছিলেন জাহ্নবী, খুশি,অংশুলা ও বনি কাপুর।
কিছুদিন আগে নিজের জন্মদিন মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে উদযাপন করতে দেখা গেছিল অর্জুনকে। তার সঙ্গে হাজির ছিলেন বান্ধবী মালাইকা অরোরা, বোন অংশুলা এবং খুশি। বি-টাউন থেকে অর্জুনের সঙ্গে খাবার টেবিলে যোগ দিয়েছিলেন রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট।