‘সিরিজ হলে বইয়ের মতো সেটিও বির্তকিত হবে’
প্রখ্যাত বিপ্লবী চারু মজুমদারের জীবন নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি ওয়েব সিরিজ। ভারতীয় পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অভিনয় করার কথা রয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকী ও বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের।
বেশ কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশ পায়। রাজনৈতিক কাহিনী-নির্ভর ওয়েব সিরিজে নাওয়াজ অভিনয় করবেন চারু মজুমদারের চরিত্রে এবং তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।
জানা গেছে, ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকায় নির্মিত হবে ওয়েব সিরিজটি। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা "সাদা আমি কালো আমি" উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে হবে এই সিরিজ।
তবে এই সিরিজটি নিয়ে আপত্তি করেছেন চারু মজুমদারের একমাত্র ছেলে অভিজিত মজুমদার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি নিজের আপত্তির কথা জানিয়েছেন। এ বিষয়ে বুধবার বিকেলে তার সঙ্গে কথা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।
তিনি বলেন, "নকশালবাড়ি আন্দোলন চলার সময় মুক্তিকামী যুবকদের সন্ত্রাসবাদের নাম করে হত্যা ও নির্যাতন করা হতো। যারা এই হত্যাকাণ্ড করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগী। শুধু তাই নয়, অনেক বন্দী নারীর ওপরও তিনি যৌন ও শারীরিক নির্যাতন চালিয়েছেন। যার প্রমাণ ও সাক্ষীদের অনেকেই এখনো জীবিত আছেন। অনেক মামলাও হয়েছে এই নির্যাতন নিয়ে। রুণু গুহ তার বইয়ের একটা জায়গায় নিজেই উল্লেখ্য করেছেন চারু মজুমদারকে কীভাবে আটক, নির্যাতন এবং মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুরো বইয়ের ইতিহাস সঠিক নয়। বইটি যখন প্রকাশ পায়, তখন আমরা এটির প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের প্রতিবাদের কারণে বইটি তখন স্টলে রাখতে পারেনি প্রকাশক। এখন এখন যখন সিরিজ হচ্ছে এখনো আমরা প্রতিবাদ জানাচ্ছি। সিরিজ হলে বইয়ের মতো সেটাও বির্তকিত হবে।"
তিনি বলেন, একই সঙ্গে ওই বইটির প্রতিবাদে 'সাদা রুনু কালো রুনু' নামে একটি বই প্রকাশ করেন তৎকালীন বিপ্লবীরা।
অভিজিত মজুমদার এখন শিলিগুড়ি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বর্তমান বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিপিআই-এমএল লিবারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।
তিনি দাবি করেন, নকশাল বাড়ী আন্দোলন নিয়ে অনেক ছবি হয়েছে। সামনে হয়তো আরও হবে। সবগুলোতে যে সঠিক ইতিহাস উঠে এসেছে এমন নয়।
"কিন্তু যখন একটি বির্তকিত বই থেকে ওয়েব সিরিজ বানানোর কথা বলা হচ্ছে সেখানেই আমাদের আপত্তি। তাছাড়া ওয়েব সিরিজ তো একটা গ্লোবাল বিষয়। সারা পৃথিবীর মানুষ দেখবে। তাই আমি চাইবো, এটা যেন সঠিক ইতিহাস জেনে তারপর বানানো হয়। রুনু গুহর বই থেকে নির্মাণ হলে এটি অবশ্যই বির্তকিত হবে এবং এটার আমরা প্রতিবাদ করব।"
নাওয়াজ ও জয়ার অভিনয় নিয়েও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেন অভিজিত।
তিনি বলেন, "আমাদের বন্ধূরা অনেকেই জয়া আহসানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি লিখেছেন। নাওয়াজ উদ্দিনকে বার্তা পৌঁছে দেওয়া হবে। আমি বলতে চাই, আপনারা শিল্পী, বাণিজ্যিক ছবিতে অভিনয় করবেন এটাই স্বাভাবিক। আমরা শুধু রুনু গুহ নিয়োগী কে ছিলেন, কি লিখেছিলেন এবং সেসময় পশ্চিমবঙ্গের অবস্থাটা কি ছিল এবং রাষ্ট্রীয় হামলাটা কীভাবে হয়েছিল, সেটা আপনাদের জানাতে চাই। আপনারা হয়ত সঠিক ইতিহাসটা জানেন না।"
তিনি জানান, তার বাবার চরিত্র পর্দায় তুলে আনার উদ্যোগ নেয়া হলেও পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কেউই তাদের সঙ্গে যোগাযোগ করেননি। যোগাযোগ করলে তারা সঠিক ইতিহাসের ওপর সিরিজ নির্মাণের পরামর্শ ও সহযোগিতা করবেন।
এর আগে ফেসবুকে দেওয়া পোস্টে অভিজিৎ মজুমদার অভিযোগ করেন, "সাদা আমি কালো আমি' একটি বিকৃত বই, এখানে রুনু গুহ নিয়োগী কীভাবে বীরত্বের সঙ্গে চারু বাবুকে গ্রেপ্তার করেছিলেন এবং জেলের মধ্যে তার সমস্ত ওষুধ বন্ধ করে কার্যত ঠান্ডা মাথায় তাকে খুন করেন সে কথা লিখেছিলেন। বর্তমান সময়ে ঠিক যেভাবে স্ট্যান স্বামীকে খুন করা হয়েছে। একজন বাঙালি পরিচালক অথচ নকশাল বাড়ি নিয়ে শুধু বাংলাতেই ১০০–র বেশি বই আছে। সেগুলো ছেড়ে একটি অত্যন্ত অখাদ্য, সাহিত্যগুণ বর্জিত মিথ্যা লেখাকে ভিত্তি করে ওয়েব সিরিজ বানাচ্ছেন।"
ওই বই থেকে সিরিজ নির্মিত হলে, তা নতুন করে বির্তকের জন্ম দেবে বলে জানান অভিজিত মজুমদার।