যেভাবে জনি ডেপকে ক্ষতিপূরণ না দেওয়ার ফন্দি আঁটছেন অ্যাম্বার হার্ড
যেসব ফাঁকতালে অ্যাম্বার হার্ড জনি ডেপকে অর্থ পরিশোধ করা থেকে বিরত থাকতে পারতেন, তার অধিকাংশ অকেজো হিসেবে প্রমাণিত হয়েছে।
মানহানির মামলায় হারার পর থেকে আইন বিশেষজ্ঞ ও উপদেষ্টারা অ্যাম্বার হার্ডের আর্থিক হিসাব ঘেঁটে দেখেছেন৷ তারা অর্থ পরিশোধ না করার পরিণাম কী কী হতে পারে তাও স্মরণ করিয়ে দিয়েছেন।
তবে অ্যাকুয়াম্যান তারকা'র আইনি দলের ভিন্ন পরিকল্পনা আছে। তারা চাচ্ছেন হয় অর্থ পরিশোধ থেকে বেরিয়ে আসতে অথবা আপিলের মাধ্যমে পরিশোধের কাজটা আপাতত ঠেকিয়ে রাখতে।
যদিও জনি ডেপের পক্ষ থেকে প্রায় ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, কিন্তু ভার্জিনিয়া রাজ্যের আইন অনুযায়ী হার্ডকে কেবল ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে হচ্ছে।
হার্ডের প্রথম দাবি ছিল, ২০১৬ সালে ওয়াশিংটন পোস্ট-এ তার লেখা মতামতের কারণে জনি ডেপে'র 'খ্যাতিতে প্রকৃত কোনো ক্ষতি হয়নি'।
সে সময় হার্ডের আইন বিশেষজ্ঞরা এক বিবৃতিতে জানান, 'ডেপের খ্যাতিতে ক্ষতি হওয়ার কোনো প্রমাণ নেই। ডেপ সাক্ষ্য দিয়েছেন তার খ্যাতি ক্ষতিগ্রস্থ হয়েছে গৃহ-সংঘাত বিষয়ক তার সাময়িক নিয়ন্ত্রণ আদেশ (রিস্ট্রেইনিং অর্ডার) থেকে। ২০১৬ সালের মে মাসে আদালত জনিকে ওই আদেশ দেন, এবং তার জন্য তিনি কোনো প্রকার ক্ষতিপূরণ পেতে পারেন না।'
এরপর অ্যাম্বার হার্ড আদালতের কাছে একজন জুরি'র পরিচিতিজ্ঞাপক তথ্য বিষয়ে আপিল করেন। ওই জুরি'র জন্মতারিখে অমিল থাকার কথা জানান তিনি।
বর্তমানে আরেকটি পরিকল্পনা রয়েছে হার্ডের কাছে। তার আইনি দল ১৫ নাম্বার জুরি 'নকল' হওয়ার অভিযোগে তৃতীয় একটি বিচারকাজের অনুরোধ জানিয়েছেন।
সূত্র: জিও টিভি