জনি ডেপের প্রতি সহমর্মী ও স্নেহার্দ্র কেন জানালেন আইনজীবি কামিলে ভ্যাসকেস
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আনা মানহানি মামলায় হলিউড অভিনেতা জনি ডেপের বিজয়ের গল্প তো সবারই জানা। হাই-প্রোফাইল এই মামলায় ডেপ-হার্ড এর পর যাদের নাম গুরুত্ব সহকারে উচ্চারিত হবে, তারা হলেন দুই পক্ষের আইনিজীবিগণ। কিন্তু আদালত কক্ষে নিজের ক্ষুরধার বুদ্ধি প্রদর্শনের জন্য গণমাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন ডেপের আইনজীবি কামিলে ভাসকেস।
আদালতের জেরায় বারবার অ্যাম্বার হার্ডকে পর্যুদস্ত করেছেন কামিলে ভাসকেস। কেউ কেউ তাকে এই মামলায় পর্দার আড়ালের প্রধান নায়ক হিসেবে দেখছেন। ছয় সপ্তাহব্যাপী শুনানি চলাকালীন আদালতের ভেতরে বা বাইরে প্রায়ই ডেপের সাথে ভাসকেসের বন্ধুত্বপূর্ণ উষ্ণ সম্পর্ক দেখা গেছে। মামলার রায়ে বিজয়ের মুহূর্তে ডেপকে জড়িয়ে ধরা, হাত মেলানো বা পাশাপাশি হেঁটে যাওয়া-কথা বলা, এই সবকিছুই চোখে পড়েছে ডেপ ভক্তদের।
তবে এবার গুঞ্জন উঠেছে, কামিলে ভাসকেসের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা। বলাই বাহুল্য, এই গুজবকে সম্পূর্ণ অস্বীকার করেছেন ভাসকেস। সম্প্রতি সিবিসি'কে দেওয়া সাক্ষাৎকারে কামিলে ভাসকেস স্পষ্ট জানিয়ে দেন ডেপের সাথে তার কী ধরনের সম্পর্ক। কেন অভিনেতার প্রতি এত যত্নশীল ও সহমর্মী ছিলেন তিনি, সেই কারণও ব্যাখ্যা করেছেন ভাসকেস।
সাক্ষাৎকারে বেশকিছু প্রশ্ন করা হয়েছিল ভাসকেসকে এবং সেগুলোর যৌক্তিক জবাবই দিয়েছেন এই আইনজীবি।
ডেপের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে যে গুজব ভেসে বেড়াচ্ছে, এ বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ভক্তদের কাছ থেকে এ ধরনের মন্তব্য শোনা হতাশার ব্যাপার। কিন্তু আমার মনে হয় তারা এটা করেছে, কারণ মানুষ গল্প বলতে ও বানাতে পছন্দ করে। সেগুলো সত্যি হোক বা না হোক... আর আমার ক্ষেত্রে তো এটা কোনোভাবেই সত্যি না। এটা কোনোদিন সত্যি ছিলই না।"
হোস্ট গেইল কিং যখন ভাসকেসকে প্রশ্ন করেন, কেন তিনি ডেপের সঙ্গে এতটা সহমর্মী ও স্নেহার্দ্র হয়ে গিয়েছিলেন, তখন একটুও ঘাবড়ে না গিয়ে ভাসকেস উত্তর দেন, "অবশ্যই! আমি সবার সাথেই এভাবে মিশে যাই। আমার স্বভাবটাই এরকম। কিন্তু নিজের ক্লায়েন্টের যত্ন নেওয়ার মধ্যে খারাপ কিছু আছে কী?"
তিনি আরো যোগ করেন, "আমি তার (ডেপের) জীবনের জন্য লড়াই করছিলাম, তার সুনাম ফিরিয়ে আনতে লড়ছিলাম। এটা তো খুবই স্বাভাবিক যে আমি তার দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিবো, তাকে আলিঙ্গন করবো, তাকে এমনটা অনুভব করাবো যে আমি আসলেই তাকে সুরক্ষা দিচ্ছি। আমরা সবাই ডেপের সাথে এভাবেই ছিলাম। আমরা তাকে সাহায্য করেছি এবং সুরক্ষা দিয়েছি।"
তবে বিতর্ক এখানে থামিয়ে দেওয়া হলেও, অদূর ভবিষ্যতে কামিলে ভাসকেস ডেপের আইনজীবি হিসাবে নিয়োগ পাবেন বলেই অনেকের ধারণা। এতে করে তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা করা যাচ্ছে। কারণ ভাসকেসের মতে, ক্লায়েন্টের প্রতি যত্নশীল হওয়া ও কঠিন সময়ে পাশে দাঁড়ানোতে নেতিবাচক কিছু নেই। ভক্তদের বানানো গুজব-গল্প হয়তো সহসাই বন্ধ হবে না, তবে কামিলে ভাসকেস একজন বন্ধু হিসেবেই ডেপের পাশে থাকবেন।
সূত্র: মার্কা