'আমি হয়তো প্রতিভাবান নই...', হঠাৎ এমন মন্তব্য কেন জাহ্নবী কাপুরের?
বাবা প্রযোজক, মা এক সময় বলিউড শাসন করেছেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জাহ্নবী কাপুরের পরিবার। সেই পরিবারের মেয়ে হিসেবে তাই বলিপাড়ায় তার চলার পথ অনেকটাই মসৃণ। এমনটাই ধারণা অনেক দর্শকের! তবে এবার সেই 'সমালোচনা' নিয়েই মুখ খুললেন 'ধাড়াক' অভিনেত্রী।
আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা 'মিলি'। আপাতত নতুন ছবির প্রচারে ব্যস্ত বলিউডের নতুন প্রজন্মের এই অন্যতম মুখ। মা-বাবার খ্যাতির সুবাদে জাহ্নবী কাপুরকেও সবাই সমাদর করে এবং তাকে নিয়ে স্বজনপ্রীতির অভিযোগও বহুদিনের। এবার এ বিষয়টি নিয়েই সরব হয়েছে জাহ্নবী।
সম্প্রতি জাহ্নবী বলেন, ''আমার সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা হল যে, আমি নাকি বাড়তি সুবিধা পেয়েছি। কঠোর পরিশ্রম কী তা নাকি আমি জানি না। আমি হয়তো প্রতিভাবান নই কিংবা সুন্দরীও নই। কিন্তু এটুকু জানি যে, ছবির সেটে সবচেয়ে পরিশ্রমী মানুষ আমি।''
২০১৮ সালে 'ধাড়াক' সিনেমার মাধ্যমে বলিপাড়ায় অভিনয়ে হাতেখড়ি হয় জাহ্নবীর। ছবি মুক্তির কয়েক মাস আগেই প্রয়াত হন তার মা শ্রীদেবী। প্রথম ছবিতে জাহ্নবীর অভিনয় অনেকেরই নজর কাড়ে, ছবিটি মোটামুটি সফলও হয়। এর মধ্যেই ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর স্বজনপ্রীতির অভিযোগকে ঘিরে তোলপাড় হয় বলিউডে। তারকা-সন্তানরা বাড়তি সুবিধা পান— এই অভিযোগ দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে জাহ্নবী যে মন্তব্য করলেন, তা নিয়েও দর্শকদের মধ্যে নতুন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা সেটিই দেখবার অপেক্ষা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস