নওয়াজের বিরুদ্ধে সন্তানসহ বাড়িছাড়া করার অভিযোগ স্ত্রী আলিয়ার
ভারতের তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর পারিবারিক কলহ যেন থামছেই না। স্ত্রী আলিয়া এ বলিউড তারকার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেই যাচ্ছেন। এবার নওয়াজের বিরুদ্ধে দুই সন্তানসহ নিজেকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। খবর ডেকান হেরাল্ডের।
গতকাল (শুক্রবার) ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে এ দাবি করেন আলিয়া। এছাড়াও আলিয়ার অভিযোগ, তিনি যাতে বাড়িতে প্রবেশ করতে না পারেন সেজন্য বাড়ির বাইরে প্রহরী রেখেছেন নওয়াজ।
পোস্ট করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "নওয়াজের বাড়িতে আমি ৪০ দিন ধরে ছিলাম। আজ ভেরসোভা পুলিশ ষ্টেশন থেকে আমাকে ডাকা হলে আমি সেখানে যাই। কিন্তু আমি যখন সন্তানসহ ফিরে আসি, তখন বাড়ির সামনে বেশ কয়েকজন প্রহরীকে দেখতে পাই। আমরা যাতে বাড়িতে প্রবেশ করতে না পারি সেজন্য তাদের রাখা হয়েছে।"
ভিডিও ক্লিপে স্ত্রী আলিয়ার পাশে নওয়াজের ১২ বছরের মেয়েকে অঝোরে কাঁদতে দেখা যায়। এছাড়া বাড়ির বাইরে মায়ের পাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল অভিনেতার ৭ বছরের ছেলে।
স্ত্রীর এ অভিযোগের বিষয়ে অভিনেতা নওয়াজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে কোন মামলাও করা হয়নি।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্য এক ভিডিওতে দেখা যায়, নওয়াজ তার অসুস্থ মায়ের সাথে দেখা করতে গেলে তার ভাই ফাইজুদ্দিন অভিনেতাকে দেখা করতে দেননি।
গত মাসে মুম্বাই হাইকোর্ট নওয়াজ এবং তার স্ত্রীকে তাদের দুই সন্তানের বিষয়ে আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে নওয়াজের মায়ের অভিযোগ, আলিয়ার দ্বিতীয় সন্তান মোটেই নওয়াজের নিজের ছেলে নয় (বায়োলজিক্যাল সন্তান)।
নওয়াজের মায়ের এ দাবির পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী আলিয়া। একইসাথে তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি হাইকোর্টে সন্তানের ডিএনএ টেস্টের আবেদন করেছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহার করে নিয়ে পারিবারিক আদালতে আপিল করেছিলেন আলিয়া।