ভাগ্যের জোরে কিছুই হয়নি, সব আমার কঠোর পরিশ্রমের ফল: নওয়াজউদ্দিন
বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী ভক্তদের কাছে এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তি। পার্শ্ব অভিনেতা হিসেবে সংগ্রামী ক্যারিয়ার শুরু করে নিজের পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে আজ তিনি নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন। মুম্বাইয়ের একজন প্রহরী থেকে নিজের চেষ্টায় হয়েছেন সমগ্র ভারতের সুপারস্টার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন জীবনে সফলতা লাভের ক্ষেত্রে পরিশ্রমের গুরুত্ব আরও একবার ভক্তদের স্মরণ করিয়ে দিয়েছেন। নিজের পুরনো দিনের কথা মনে করে এ তারকা বলেন, "আমার জীবনে বহু সংগ্রাম করতে হয়েছে। বাসায় গ্যাস সংযোগ না থাকা থেকে শুরু করে নিজের জন্য পাসপোর্ট বানাতে না পারা। খুব সহজেই আমি এগুলো পাইনি। এর জন্য আমাকে খুব কষ্ট করতে হয়েছে। কেননা আমার প্রয়োজনীয় কাগজ-পত্র ছিলোনা।"
বরাবরই নওয়াজউদ্দিন নিজের কথায় ভক্তদের ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেন। সাক্ষাৎকারটিতে বলিউডের ভিন্নধর্মী এ অভিনেতা আরও বলেন, "আমি বুঝতে পেরেছিলাম যে, আমাকে কিছু অর্জনের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। ভাগ্যের জোরে কিছুই হয়নি, সব আমার কঠোর পরিশ্রমের ফল। আমার মতো কঠোর পরিশ্রম করলে অন্যরা আমার থেকে ভালো অবস্থানে থাকবে।"
'গ্যাংস অব ওয়াসিপুর', 'মাঝি', 'বাজরাঙ্গি ভাইজান', 'রামান রাঘাব' ইত্যাদি বহু সিনেমায় কাজ করে নিজের অভিনয় গুণে দর্শকদের মুগ্ধ করেছেন নওয়াজ। এছাড়াও বর্তমানে তার অভিনীত 'হাড্ডি', 'টিকু উইডস শেরু', 'নুরানি চেহরা', 'অদ্ভুত' নামের বেশ কয়েকটি সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে।
'হাড্ডি' সিনেমায় নওয়াজকে একদম অন্য রূপে দেখা যাবে। জি স্টুডিওজের পক্ষ থেকে সিনেমাটিতে এ অভিনেতার অভিনয়ের কিছু দৃশ্য শেয়ার করা হয়েছে। জানা যায়, সিনেমায় একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিনকে।
সূত্র: ইন্ডিয়াফোরামস